Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকার জলনিকাশীর দাবীতে বিডিও অফিস অভিযানের ডাক!

কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকার জলনিকাশীর দাবীতে বিডিও অফিস অভিযানের ডাক!
কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক,সিদ্ধা-১ ও ২,খন্যাডিহি,পুলসিটা,সাগরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৫০ টি গ্রামের দীর্ঘদিনের জলনিকাশী সমস্যার সমাধানে দেনান-দেহাট…

 



কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকার জলনিকাশীর দাবীতে বিডিও অফিস অভিযানের ডাক!


কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক,সিদ্ধা-১ ও ২,খন্যাডিহি,পুলসিটা,সাগরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৫০ টি গ্রামের দীর্ঘদিনের জলনিকাশী সমস্যার সমাধানে দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছিল সেচ দপ্তর ১৯৭৫ সালে।কিন্তু আজও তা পূর্ণাঙ্গভাবে রূপায়িত না হওয়ায় গত আষাঢ় মাস থেকে একটানা লাগাতর বর্ষণে জলবন্দী পরিস্থিতির দরুন এবারকার আমন ধানের চাষ প্রায় আমাদের কোন এলাকাতেই হচ্ছে না। ইতিমধ্যে কয়েকটি গ্রামের নিচু এলাকার রাস্তায় জল উঠে গিয়েছে। ফুল,সব্জি ও মাছ চাষের প্রভূত ক্ষতি হয়েছে। গত ২২ শে জুলাই ব্লকের বিডিও'র নিকট জলনিকাশী সহ কৃষকদের বিভিন্ন দাবী-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রতিনিধি ডেপুটেশনের মাধ্যমে দেওয়া হয়েছে। এতৎসত্বেও পরিস্থিতির কন উন্নতি না হওয়ায় পরবর্তী আন্দোলনের কর্মসূচি নির্ধারণের জন্য আজ ১০ই অগাস্ট,উত্তর জিঞাদা হাইস্কুলে,কৃষক সংগ্রাম পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। 

সভায় মূল বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি মধুসূদন ভৌমিক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কার্তিক চন্দ্র হাজরা,পূর্ণচন্ডী পাত্র,মোহন দাস,দিলীপ সামন্ত,সুদর্শন খাটুয়া প্রমূখ।  

সভা থেকে আগস্ট মাসের শেষ সপ্তাহে বিডিও অফিস অভিযানের কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

No comments