Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৌরসভার ওয়ার্ড সহায়ক নারায়ন চন্দ্র পাএ এর বিদায় সম্বর্ধনা সভা!

পৌরসভার ওয়ার্ড সহায়ক নারায়ন চন্দ্র পাএ এর বিদায় সম্বর্ধনা সভা!পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড  নারায়ণ চন্দ্র পাত্র চলতি আগস্ট মাস ২০২৫ কর্মক্ষেত্র থেকে বিদায় নিয়েছিলেন।
অন্যান্য ওয়ার্ডের ওয়…

 




পৌরসভার ওয়ার্ড সহায়ক নারায়ন চন্দ্র পাএ এর বিদায় সম্বর্ধনা সভা!

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড  নারায়ণ চন্দ্র পাত্র চলতি আগস্ট মাস ২০২৫ কর্মক্ষেত্র থেকে বিদায় নিয়েছিলেন।


অন্যান্য ওয়ার্ডের ওয়ার্ড সহায়কদের উদ্যোগে আজ ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সুন্দরী হলদিয়া বালুঘাটা সানসেট ভিউ পয়েন্টে। জানান ২৬ নম্বর ওয়ার্ডের সহায়ক চন্দন গিরি। তিনি বলেন ১- ২৯ টি নম্বর ওয়ার্ড রয়েছে হলদিয়া পৌরসভায়। সেই সকল ওয়ার্ডের সমস্ত সহায়ক গন উপস্থিত আছেন।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/-vWjtvYc7Ps

নারায়ণ চন্দ্র পাএ ৮ নং ওয়ার্ড সহায়ক পদে কাজ করতেন। সময়ের তাগিতে তাকে আজ বিদায় সাম্য বিদায় নিতে হলো কর্মক্ষেত্র থেকে তার সহকর্মীরা প্রার্থনায় তার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করেন গত ছয় মাস আগে বিদায় সংবর্ধনা হয়েছিল,দেবপ্রসাদ মাইতি তিনি বলেন বয়স হলেই সকলকেই কর্মক্ষেত্র থেকে বিদায় নিতে হবে। সেই অনুযায়ী গত ৩১ শে ডিসেম্বর ২০২৪ হলদিয়া পৌরসভা  ২৫ নম্বর ওয়ার্ড থেকে বিদায় নিয়েছি আজ ১- ২৯ নম্বর ওয়ার্ড সমস্ত সহায়কগন উপস্থিত থেকে উষ্ণ অভ্যর্থনায় বিদায় অনুষ্ঠান করেন সে জন্য আমি এদের কাছে চির কৃতজ্ঞ। নারায়ন চন্দ্রপাত্র ও দেবপ্রসাদ মাইতি বলেন আমরা সকল ওয়ার্ডে সহায়ক গনের সঙ্গে যেমন ছিলাম আগামীদিনে থাকবো এই অঙ্গীকার করছি। আজকের এই বিদায় সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পৌর কর্মী শেখ জুনাজুর রহমান। ২৯টি ওয়ার্ডর সকল সহায়কগণ। তাদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে ৮ নম্বর ওয়ার্ডের নারায়ন চন্দ্র পাএ কে বিদায় জানান।

No comments