জাতীয় সড়কে পথদুর্ঘটনা একাধিক মৃত্যু ও জখম!পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানার সিদ্ধা বাজারে ভয়াবহ দুর্ঘটনা।১৬ নম্বর জাতীয় সড়কে খড়গপুরগামী ট্রাক রাস্তার পাশে চা দোকানে ঢুকে যায়।পাশে আরো কয়েকটা দোকানেও ধাক্কা মারে।জাবাগেছে এই ঘটনায় ৩…
জাতীয় সড়কে পথদুর্ঘটনা একাধিক মৃত্যু ও জখম!
পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানার সিদ্ধা বাজারে ভয়াবহ দুর্ঘটনা।১৬ নম্বর জাতীয় সড়কে খড়গপুরগামী ট্রাক রাস্তার পাশে চা দোকানে ঢুকে যায়।পাশে আরো কয়েকটা দোকানেও ধাক্কা মারে।জাবাগেছে এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।গুরুতর জখনম হয়েছে ৩ জন।এখন।জানাগেছে রাত ৯ নাগাদ ঘটনানাটি ঘটে।এরপরই স্থানীয়রা প্রথমে উদ্ধারে নামে।এরপর পাঁশকুড়া ও কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে।প্রায় ২ ঘন্টা ১৬ নম্বর জাতীয় সড়কের একদিক বন্ধ থাকে।পরে পুলুশের গস্তক্ষেপে রাস্তা স্বাভাবিক হয়।তবে জানাগেছে আহতদের প্রথমে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।পরে অবস্থার অবনতি হওয়ায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়।
No comments