জেলার প্রাইভেট স্কুলগুলির কর্মকর্তাদের সম্মেলন!অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রাইভেট স্কুল ডিস্ট্রিক্ট কনভেনশন। পূর্ব মেদিনীপুর জেলায় বহু প্রাইভেট স্কুল রয়েছে সেই স্কুলগুলির সমন্বয়ে ঘটানোর জন্যই পূর্ব মেদিনীপুর জেলা অ্যাসোসিয়েশন অ…
জেলার প্রাইভেট স্কুলগুলির কর্মকর্তাদের সম্মেলন!
অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রাইভেট স্কুল ডিস্ট্রিক্ট কনভেনশন। পূর্ব মেদিনীপুর জেলায় বহু প্রাইভেট স্কুল রয়েছে সেই স্কুলগুলির সমন্বয়ে ঘটানোর জন্যই পূর্ব মেদিনীপুর জেলা অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রাইভেট স্কুল। এসোসিয়েশনের পক্ষ থেকে তমলুক নিমতৌড়ি, আবাসনে কনভেনশনের আয়োজন করেন।
সংস্থার সম্পাদক বিশ্বজিৎ সামন্ত জানিয়েছেন জেলা প্রায় ৭৫২ টি প্রাইভেট স্কুল রয়েছে। মধ্যে আজকের উপস্থিত রয়েছেন ১৩০ টি স্কুলের কর্তৃপক্ষ। সেই স্কুলগুলি সরকারি অনুমোদন পেতে গেলে প্রায় ২০ দফা মান্যতা দিতে হবে তার মধ্যে তিন দফা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো প্রত্যেক স্কুল মান্যতা দিতে সক্ষম নয়। সংস্থার আরেক সদস্য কোষাধ্যক্ষ সুদর্শন কর তিনি দাবি করেন আমাদের এই প্রাইভেট স্কুলে প্রায় বছরে তিন লক্ষ ছাত্রছাত্রী পঠন পাঠন করছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/B3rBM-OBqY0
এই স্কুলগুলি বন্ধ হয়ে গেলে আগামী দিনে শিক্ষার মান কোথায় যাবে । তাই প্রাইভেট স্কুলগুলি সরকারি অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নিয়মের সিথিলতা দেওয়ার জন্য আবেদন করলেন।স্কুলে ফায়ার সার্ভিস লাইসেন্স নিতে হবে তাদের যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন যেখানে নার্সিংহোমে ফায়ার সার্ভিস লাইসেন্স নেই। সেখানে প্রাইভেট প্রাথমিক স্কুলে কিভাবে এই ফায়ার সার্ভিস দেওয়া সম্ভব কিছু কিছু অফিসার রয়েছেন আমাদের স্কুল কর্তৃপক্ষদের অযথা হয়রানি করছেন।
No comments