Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদায় যথাযোগ্য মর্যাদায় শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্মোৎসর্গ দিবস উদযাপন!

মেচেদায় যথাযোগ্য মর্যাদায় শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্মোৎসর্গ দিবস উদযাপন!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশন উদ্যোগে মেছেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে নির্মিত ক্ষুদিরামের পূর্ণায়ব মূর্তির পাদদেশে গতকাল ও …

 


মেচেদায় যথাযোগ্য মর্যাদায় শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্মোৎসর্গ দিবস উদযাপন!

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশন উদ্যোগে মেছেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে নির্মিত ক্ষুদিরামের পূর্ণায়ব মূর্তির পাদদেশে গতকাল ও আজ দুদিন ধরে যথাযোগ্য মর্যাদায় বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। ১০ ই আগস্ট ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান,অংকন ,ক্ষুদিরামের জীবন সংগ্রামের উপর বক্তব্য,কুইজ প্রতিযোগিতা,যোগব্যায়াম প্রদর্শনী,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং টলস্টয়ের উপন্যাস অবলম্বনে নাটক "যুদ্ধ-শান্তি" পরিবেশিত হয়। ১১ই আগস্ট সকালে মাল্যদান ও রক্তদান শিবির হয়। রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন ডাঃ রমেশ চন্দ্র বেরা,ডাঃ বিশ্বনাথ পড়িয়া,প্রযুক্তিবিদ সতীশ চন্দ্র বেরা,রাম পদ পাখিরা প্রমূখ। প্রধান শিক্ষক লক্ষীকান্ত প্রামাণিক রক্তদান করে রক্তদান শিবিরের সূচনা করেন। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগিতায় ১ জন মহিলা সহ ৩৭ জন রক্তদাতা রক্তদান করেন। বিকেল ৩ টায়,মেচেদার সমস্ত স্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন সহ ছাত্র-যুবকদের নিয়ে প্যারেড সহকারে শোভাযাত্রা হয়। শহীদ ক্ষুদিরাম বসুর জীবন সংগ্রামের উপরে মনোজ্ঞ আলোচনা করেন সারা বাংলা ক্ষুদিরাম জন্মশতবার্ষিকী কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট প্রাবন্ধিক সুব্রত গৌড়ী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি গনেন রায়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ কালি শংকর পাত্র। সংস্থার সদস্যবৃন্দের দ্বারা গীতি আলেখ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাত্রি ৮ টায় সংগঠনের সদস্যবৃন্দের দ্বারা পরিবেশিত হয় নাটক "সুভাষ ঘরে ফিরে নাই"। দুদিনের অনুষ্ঠানের দর্শক মন্ডলীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত।



No comments