Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অভয়া খুনের এক বছর পরও ন্যায় বিচার না হওয়ায় নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ!

অভয়া খুনের এক বছর পরও ন্যায় বিচার না হওয়ায় নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ! রাখি বন্ধন,প্রতিবাদ সভা ও মশাল মিছিল।সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অবিলম্বে অভয়ার ন্যায় বিচারের দাবীতে মেডিকেল সার্ভিস সেন্টারের পূর্ব মেদিনীপুর …

 



অভয়া খুনের এক বছর পরও ন্যায় বিচার না হওয়ায় নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ!

 রাখি বন্ধন,প্রতিবাদ সভা ও মশাল মিছিল।

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অবিলম্বে অভয়ার ন্যায় বিচারের দাবীতে মেডিকেল সার্ভিস সেন্টারের পূর্ব মেদিনীপুর জেলা শাখা ও মেছেদাবাসীর উদ্যোগে মেচেদা নেতাজী পল্লীর নেতাজী মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদের রাখি পথচারী ও দোকানদারবন্ধুদের পরাতে পরাতে যাওয়া হয়। পথচল1তি মানুষ এই রাখি বন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পথচারী মানুষের বক্তব্য- চিকিৎসকরা যদি আমাদের অসময়ের ভরসা হয়, আমাদেরও দায়িত্ব চিকিৎসকদের পাশে থাকা। এই প্রতিবাদের রাখি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষে ডাঃ বিশ্বনাথ পড়িয়া,ডাঃ জয়দেব ঘড়া ও গ্রামীণ চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্জুন ঘোড়ই। উদ্যোক্তারা গান ,আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে অভয়ার ন্যায় বিচারের দাবীতে সোচ্চার হোন। ওই একই দাবীতে নাগরিক সমাজের পক্ষ থেকে ভোগপুরে প্রতিবাদ সভা,পাঁশকুড়ার মশাল মিছিল,দেউলিয়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প,নোনাকুড়িতে মশাল মিছিল,কাঁথিতে প্রতিবাদ সভা,ডাঃ নরমান বেথুন মেমোরিয়াল ট্রাস্ট এর পক্ষ থেকে মেছেদা ট্রাস্ট ভবনে প্রতিবাদ সভা,বাঁকাডাঙ্গায় মোমবাতি প্রজ্জ্বলন সহকারে সভা,মাছিনানে মোমবাতি মিছিল প্রভৃতি কর্মসূচি হয়।   

         প্রসঙ্গত উল্লেখ্য,গত ২০২৪ সালের ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালে ট্রেনি এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের এক বছর পরও আজো ন্যায় বিচারের দাবী অপূরিত। ওই নারকীয় ঘটনার বর্ষপূর্তিতে অবিলম্বে ওই তিলোক্তমা খুনের সাথে যুক্ত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ নাগরিক সমাজের পক্ষ থেকে দিনটি নানাভাবে স্মরন করা হয়।



No comments