“বিবেকানন্দ মিশন আশ্রম দৃষ্টিহীন বিদ্যালয়ে রাখী বন্ধন উৎসব উদযাপন”
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের এন.এস.এস. ইউনিট – I-এর উদ্যোগে রাখী বন্ধন উৎসব অত্যন্ত আনন্দ ও সৌহার্দ্যের সঙ্গে বিবেকানন্দ মিশন আশ্রম দৃষ্টিহীন বিদ্যালয়ে উদযাপিত…
“বিবেকানন্দ মিশন আশ্রম দৃষ্টিহীন বিদ্যালয়ে রাখী বন্ধন উৎসব উদযাপন”
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের এন.এস.এস. ইউনিট – I-এর উদ্যোগে রাখী বন্ধন উৎসব অত্যন্ত আনন্দ ও সৌহার্দ্যের সঙ্গে বিবেকানন্দ মিশন আশ্রম দৃষ্টিহীন বিদ্যালয়ে উদযাপিত হয়। অনুষ্ঠানে ১৬৫ জন দৃষ্টিহীন ছাত্রছাত্রী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শ্রদ্ধেয় আশ্রম মহারাজ, অধ্যাপক সৌমিত মণ্ডল, শিক্ষা সহায়ক শ্রী প্রদীপ দোলই, এন.এস.এস. স্বেচ্ছাসেবকবৃন্দ এবং কর্মসূচি আধিকারিক শ্রী চিরঞ্জিত দাস উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সূচনা হয় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে, যেখানে রাখী বন্ধনকে ভালোবাসা, সুরক্ষা ও ঐক্যের উৎসব হিসেবে এর তাৎপর্য তুলে ধরা হয়। ছাত্রছাত্রী ও অতিথিদের রাখী পরিয়ে পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্বের প্রতীকী প্রকাশ ঘটে। আশ্রম প্রাঙ্গণ আনন্দ ও উষ্ণতায় ভরে ওঠে, উপস্থিত সকলে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন।
No comments