Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা আমলাটের উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব!

সুতাহাটা আমলাটের উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব!হাজার হাজার বছর পূর্বে হইতে রাখি বন্ধন অনুষ্ঠিত হয়ে আসছে।১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে এই রাখি বন্ধন কেই বেছে নিয়েছিলেন। সেই রাখি ব…

 



সুতাহাটা আমলাটের উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব!

হাজার হাজার বছর পূর্বে হইতে রাখি বন্ধন অনুষ্ঠিত হয়ে আসছে।১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে এই রাখি বন্ধন কেই বেছে নিয়েছিলেন। সেই রাখি বন্ধন উৎসবই আজ ৯ই আগস্ট সুতাহাটা " আমলাট অভিযানের " পক্ষ থেকে  পথ চলতি মানুষদের মধ্যেই পালন করাহয়। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/0HDDj6Xjt3M

সমস্ত টোটো চালক, ভেন রিক্সা চালক, শিক্ষক শিক্ষিকা, দোকানদার বৃন্দ সকলকেই ক্লাবের পক্ষ থেকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রদীপ চক্রবর্তী, ক্লাব সম্পাদক শোভন জানা, সহ-সম্পাদক তনুময় সামন্ত,  হিসাব পরীক্ষক শোভন মাইতি, ক্লাবের কোষাধক্ষ সুদীপ মিশ্র, সাংস্কৃতিক সম্পাদিকা সুতপা দাস, ক্লাব সদস্য সুদীপ পতি,  বাপ্পাদিত্য মাইতি, দেবাশীষ অধিকারী, সহ অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত সকল সদস্যরা বলেন একবার নয় বারবার , আমরা 'অভিযান' অঙ্গীকার বদ্ধ মানুষের পাশে থাকার। মানবতার সেবায় নিরন্তর পথ চলা আমাদের। সমাজসেবা আমাদের প্রতিজ্ঞা। আমরা আছি মানুষের সাথে, মানুষের পাশে।অভিযানের পক্ষ থেকে সকলকে আবারো রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই

No comments