Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অভয়া খুনের এক বছর পরও ন্যায় বিচার না হওয়ায় নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ!

অভয়া খুনের এক বছর পরও ন্যায় বিচার না হওয়ায় নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ!প্রতিবাদী রাখি বন্ধন,প্রতিবাদ সভা ও মশাল মিছিল।সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: আজ ঘাটাল শহরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদী রাখি পরিয়ে অবস্থান ক…

 


অভয়া খুনের এক বছর পরও ন্যায় বিচার না হওয়ায় নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ!

প্রতিবাদী রাখি বন্ধন,প্রতিবাদ সভা ও মশাল মিছিল।

সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: আজ ঘাটাল শহরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদী রাখি পরিয়ে অবস্থান করল জাস্টিস্ ফর আর জি কর / ঘাটাল শাখা। অভয়া'র ন্যায় বিচারের দাবীতে ওই অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা ও জাস্টিস ফর আর জি করের অন্যতম আহ্বায়ক বিদুষী মান্না, সিস্টার রিক্তা মাজী, গ্রামীন ডাক্তারদের সংগঠন পি এম পি এ আই ঘাটাল শাখার সংগঠক শুকদেব রায়, ডাঃ সুজিত মাইতি, অবসরপ্রাপ্ত শিক্ষিকা বিভা পাল, কিশলয় সামন্ত প্রমুখ। সমস্ত বক্তাই অভয়া খুনের প্রকৃত সমস্ত দোষীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এবং  পুলিশ,প্রশাসন,সিবিআই এর ভূমিকার তীব্র সমালোচনা করেন। এছাড়াও বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া অন্য ছাত্রী সহ মহিলা নির্যাতনের সমালোচনাও করেন। অবস্থান মঞ্চে গান,আবৃত্তি পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক হেমন্ত সী।



No comments