অসুস্থ হনুমানকে খাঁচা বন্দি করল বনদপ্তর!সারাদিন বৃষ্টি তারই মধ্যে রামভক্ত হনুমান অসুস্থ এলাকার মানুষ চিন্তিত। অবশেষে বন দপ্তরের খাঁচায় ধরা পড়লো অহত হনুমান। বৃহস্পতিবার ২১ শে আগষ্ট পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত …
অসুস্থ হনুমানকে খাঁচা বন্দি করল বনদপ্তর!
সারাদিন বৃষ্টি তারই মধ্যে রামভক্ত হনুমান অসুস্থ এলাকার মানুষ চিন্তিত। অবশেষে বন দপ্তরের খাঁচায় ধরা পড়লো অহত হনুমান। বৃহস্পতিবার ২১ শে আগষ্ট পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর এলাকা থেকে ওই আহত হনুমানকে খাঁচা বন্দি করে বন দপ্তর। জানা গেছে, বুধবার ২০ শে আগষ্ট গাছ থেকে পড়ে গিয়ে আহত হয় ওই হনুমানটি। এরপর একটি বাড়ির সামনে যন্ত্রণায় কাতরাচ্ছিল হনুমানটি। এরপর বন দপ্তরকে খবর দেওয়া হলে বৃহস্পতিবার একুশে আগস্ট খাঁচা বন্দি করে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে হনুমানটি পায়ে আঘাত প্রাপ্ত হয়েছে। তাকে এদের নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করে বন দপ্তর। হলদিয়ার রেঞ্জ অফিসার অতুল প্রসাদ দে বলেন, “আমরা খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওই এলাকায় কর্মী পাঠিয়ে ওই আহত হনুমানটিকে উদ্ধার করেছি। বর্তমানে চিকিৎসা চলছে।”
No comments