Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পরিদর্শন করেন মন্ত্রী উদয়ন!

আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পরিদর্শন করেন মন্ত্রী উদয়ন! ২রা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ।
কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি লেগেই রয়েছে। ২১শে আগষ্ট সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি। তারই মাঝে একের পর এ…

 



  আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পরিদর্শন করেন মন্ত্রী উদয়ন!

 ২রা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ।


কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি লেগেই রয়েছে। ২১শে আগষ্ট সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি। তারই মাঝে একের পর এক ক্যাম্পে ঘুরে মানুষের কথা শুনলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প পরিদর্শন করার কর্মসূচি ছিল। উন্নয়ন ব্লক এবং হলদিয়া পৌর এলাকায় এই ক্যাম্প পরিদর্শনে সফরসূচি শেষ পর্যায়ে পরিবর্তন করলেন মন্ত্রী উদয় গুহ।
 ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে। সেই কর্মসূচিতে মানুষের মন বুঝতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এসে পৌঁছেছেন উদয়ন গুহ। টানা দুদিন পূর্ব মেদিনীপুর জেলার একের পর এক ব্লক পরিদর্শন করেন তিনি। বৃহস্পতিবার সকালে বৃষ্টি মাথায় নিয়ে  মহিষাদল ব্লকের একের পর এক ক্যাম্পে পৌঁছান মন্ত্রী। মানুষের এই কর্মসূচি নিয়ে সাড়া কেমন তা বুঝতে নবীন থেকে প্রবীণের সাথে কথাও বলেন তিনি। বৃহস্পতিবার মহিষাদলের মোট তিনটি ক্যাম্প পরিদর্শন করেন উদয়ন। সেখানে তার সাথে ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী, হলদিয়ার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম অধিকারী, মহিষাদলের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বরুনাশিষ সরকার, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস , নাটসাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বেরা সহ অন্যান্যরা। এদিন প্রথমে নাটশাল- ২ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ক্যাম্পে পৌঁছান মন্ত্রী। মন্ত্রীকে কাছে পেয়ে বহু মানুষ নিজেদের অনুভূতির কথা বলেন। এমনকি ক্যাম্প থেকে সরকারি আধিকারিকরা সঠিকভাবে পরিষেবা দিচ্ছে নাকি সে ব্যাপারেও মানুষের থেকে জেনে নেন মন্ত্রী। এরপর তিনি পৌঁছান নাটশাল- ১ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ক্যাম্পে। সেখানে তখন মানুষের উপস্থিতি দেখে মুগ্ধ হন মন্ত্রী। লাইন দিয়ে কাতারে কাতারে মানুষ ক্যাম্পে এসে নিজেদের উন্নয়নের কথা নথিভুক্ত করছেন। তা দেখে মন্ত্রী বলেন, “আমি এখানে যেভাবে মানুষের উপস্থিতি দেখলাম আমি আমার বিধানসভা কেন্দ্রতে গিয়েও বলবো এভাবে ক্যাম্প পরিচালনার জন্য। আমাদের বুঝিয়ে দিতে হবে 'হাম কিসিসে কম নেহি'। আমার এলাকার উন্নয়ন আমার কথা মতো হবে এটা আমাদের একটা গর্ব। এই অধিকারটা কেবলমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন।” 

মহিষাদল ব্লকে এখনো পর্যন্ত মোট ১৮টি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রায় ৫৪টি বুথের মানুষ অংশ নিয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত গোটা মহিষাদল ব্লকে প্রায় ২৩ হাজারের বেশি মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যেখানে মোট ৮৮৫টি স্কিম অন্তর্ভুক্ত হয়েছে। যার মধ্যে সবথেকে বেশি স্কিম রয়েছে রাস্তার জন্য। মন্ত্রী বলেন, “মানুষ এই কর্মসূচিতে খুবই উৎসাহিত। তারা এই কর্মসূচিকে সম্মানের সাথে গ্রহণ করেছেন। এখনও পর্যন্ত জেলায় যা স্কিম অন্তর্ভুক্ত হয়েছে তার অধিকাংশ রাস্তার জন্য। মানুষ বিজেপির চোখ রাঙানি ও উল্টোপাল্টা কথায় প্রভাবিত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।”

No comments