অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে ২৯শে আগস্ট কোলাঘাট ব্লকে গণ ডেপুটেশন!বর্ষার পর-পরই সোয়াদিঘী-জঁফুলি-জয়গোপাল-কামিনা খালের অবশিষ্টাংশ পূর্ন সংস্কার, মুল খালের সাথে যুক্ত সমস্ত নাসা খালগুলির সংস্কার সহ ক্ষতিগ্রস্ত…
অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে ২৯শে আগস্ট কোলাঘাট ব্লকে গণ ডেপুটেশন!
বর্ষার পর-পরই সোয়াদিঘী-জঁফুলি-জয়গোপাল-কামিনা খালের অবশিষ্টাংশ পূর্ন সংস্কার, মুল খালের সাথে যুক্ত সমস্ত নাসা খালগুলির সংস্কার সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবীতে ২৯ শে অগাস্ট কোলাঘাট ব্লকে ভুক্তভোগী মানুষজনদের গণ-ডেপুটেশনের ডাক।কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ সেচ দপ্তরের সোয়াদিঘী খালের প্রায় অর্ধেক অংশ 'নো কস্ট' পদ্ধতিতে ডব্লিউ বি এম ডি টি সি এল কর্তৃপক্ষ খানিকটা সংস্কার করেছে। অন্যদিকে জঁফুলি খালের অর্ধেক অংশ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ গত বছর সংস্কার করেছে। চলতি বছরে জেলা পরিষদ নো কস্ট পদ্ধতিতে জয়গোপাল-কামিনা খাল সংস্কারে হাত দিয়েছে। ফলস্বরূপ চলতি বছরে বর্ষার জল বের হতে এখনো পর্যন্ত খুব সমস্যা সৃষ্টি না হলেও বিস্তীর্ণ এলাকায় আমন ধানের চাষ এবারেও হয়নি। মাছ চাষেরও ভীষণ ক্ষতি হয়েছে। ইতিমধ্যে গ্রামের পাড়ার রাস্তাগুলির কিছু কিছু অংশ ডুবে গিয়েছে।
সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা বলেন,জনসাধারণের দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সোয়াদিঘী-জয়গোপাল- কামিনা খাল সংস্কারে হাত দিলেও সংস্কারের কাজের গতি খুবই স্লথ। সেজন্যে বর্ষার পর-পরই সোয়াদিঘী-জঁফুলি-কামিনা-জয়গোপাল প্রভৃতি নিকাশী খাল সংস্কারে সেচ দপ্তরকে হাত দিতে বাধ্য করতে ২৯ শে অগাস্ট কোলাঘাট ব্লকের বিডিওর নিকট গণডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। ওই উপলক্ষে জঁফুলি দেশপ্রাণ হাইস্কুল ও দেড়িয়াচকে এলাকার বাসিন্দাদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মধুসূদন বেরা ও পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙণ প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক।
No comments