Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেহাল রাস্তাটি অতি সত্বর পূর্ন সংস্কারের দাবীতে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন!

বেহাল রাস্তাটি অতি সত্বর পূর্ন সংস্কারের দাবীতে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন!সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদার পাঁচ মাথার মোড় থেকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত প্র…

 


বেহাল রাস্তাটি অতি সত্বর পূর্ন সংস্কারের দাবীতে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন!

সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদার পাঁচ মাথার মোড় থেকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৪০০ মিটার রাস্তাটি খানা-খন্দে ভর্তি হয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত অযোগ্য অবস্থায় রয়েছে। নাগরিক প্রতিরোধ মঞ্চের মেছেদা শাখার পক্ষ থেকে বি ডি ও,এস ডি ও'র নিকট বহুবার ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। এমনকি পথ অবরোধ করেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু আজো প্রশাসন রাস্তাটি সংস্কারে সদর্থক কোন ভূমিকা নেননি। এই অবস্থায় মঞ্চের পক্ষ থেকে আজ হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানকে ডেপুটেশন দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে নারায়ন চন্দ্র নায়ক,সুব্রত দাস,জয়দেব ঘড়া। চেয়ারম্যান দাবীর যৌক্তিকতা স্বীকার করে জেলা শাসক,মহকুমা শাসক এর উপস্থিতিতে এ ব্যাপারে জরুরী ভিত্তিতে একটি বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

সুব্রতবাবু বলেন,রাস্তাটি দিয়ে প্রত্যহ প্রায় সহস্রাধিক বাস-ট্রাক সহ ছোট গাড়ি যাতায়াত করে। বর্ষার সময় ওই অংশ বা ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাতায়াত করতেই পারেন না। যাতায়াতের সময় ওই পথ দিয়ে কোন গাড়ি গেলে জল ছিটকে পথচারীদের জামা-কাপড় ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। একাধিকবার ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। ফলস্বরূপ আমরা উচ্চ প্রশাসনের নিকট উপরোক্ত কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। এতৎসত্বেও যদি প্রশাসনের টনক না নড়ে তাহলে আমরা আরো বড় আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হব।



No comments