Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শিল্প শহরে মহিলাদের জন্য কর্মাঞ্জলি উদ্বোধন হয়েও পড়ে রইলো সাংবাদ মাধ্যম থেকে এড়িয়ে গেলেন জেলাশাসক?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শিল্প শহরে মহিলাদের জন্য কর্মাঞ্জলি উদ্বোধন হয়েও পড়ে রইলো সাংবাদ মাধ্যম থেকে এড়িয়ে গেলেন জেলাশাসক?শিল্প শহর হলদিয়া কর্মক্ষেত্রে অল্প খরচে মহিলারা কর্মসূত্রে হলদিয়াতে থাকতে পারে ত…

 


 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শিল্প শহরে মহিলাদের জন্য কর্মাঞ্জলি উদ্বোধন হয়েও পড়ে রইলো সাংবাদ মাধ্যম থেকে এড়িয়ে গেলেন জেলাশাসক?

শিল্প শহর হলদিয়া কর্মক্ষেত্রে অল্প খরচে মহিলারা কর্মসূত্রে হলদিয়াতে থাকতে পারে তার জন্যই এটি প্রকল্প কর্মাঞ্জলি তৈরি হয়েছিল। তার উদ্বোধন ২০২২ সাল নাগাদ হয়েছিল।  দীর্ঘ কয়েক বছর সেই কর্মাঞ্জলি । আবাসন পড়ে রয়েছে এ বিষয়ে উদাসীন জেলাশাসক। আগস্টের  মাস বিপ্লবের মাস স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার আবাসন নতুন রূপে একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। সেই আবাসন পর্যবেক্ষণ আছেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি । কর্মাঞ্জলি

 নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা জানতে চাইলে তিনি এড়িয়ে গেলেন তাহলে কি শিল্পশহর হলদিয়া যে সকল মহিলারা কাজ করেন তাদের জন্য অল্প খরচে থাকার জন্য তৈরি হয়েছিল কর্মাঞ্জলি।  যে সকল মহিলা থাকেন তাদের জন্যই প্রকল্পটি তৈরি হয়েছিল সেই সুযোগ কি পাবে না সেই সকল কর্মসূত্রে যারা হলদিয়াতে দূর-দূরান্ত থেকে আসে। কয়েক কোটি টাকার সম্পদ কয়েক বছর ধরে পড়ে নষ্ট হচ্ছে এই সম্পদ কি ব্যবহার করা যাবে না সেই বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। কেনই বা তৈরি হয়েছিল কোটি টাকা খরচ করে কর্মাঞ্জলি। উদ্বোধনের পরও চালু কেন হচ্ছে না এই কর্মাঞ্জলি যার দায়িত্বে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি।

No comments