মাকে বিয়ে করে মেয়ের সঙ্গে সহবাস? দুই মহিলাকে পুড়িয়ে হত্যা চারজনের যাবজ্জীবন কারাদণ্ড! হলদিয়া হুগলি নদীর তীর থেকে উদ্ধার হয়েছিল দুই মহিলা অর্ধ নগ্ন পোড়া দেহ। সারা রাজ্যজুড়ে তোলপাড় হয়েছিল সেদিনের সেই ঘটনা দেখে। দুর্গাচক থ…
মাকে বিয়ে করে মেয়ের সঙ্গে সহবাস? দুই মহিলাকে পুড়িয়ে হত্যা চারজনের যাবজ্জীবন কারাদণ্ড!
হলদিয়া হুগলি নদীর তীর থেকে উদ্ধার হয়েছিল দুই মহিলা অর্ধ নগ্ন পোড়া দেহ। সারা রাজ্যজুড়ে তোলপাড় হয়েছিল সেদিনের সেই ঘটনা দেখে। দুর্গাচক থানার পুলিশ তদন্ত নেমে ছিলেন। ২০২০ সালে ১৮ই জানুয়ারি সকাল ৭টা পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাচক থানার পুলিশ খবর পেয়ে ছুটে যায় ঝিকুড়খালি গ্রামের একটি ইটভাটার কাছে নদীর চরে দুই মহিলার মৃতদেহ জ্বলছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় কাউন্সিলর এর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। দায়িত্বে ছিলেন তৎকালীন সাব-ইন্সপেক্টর অশোক ঘোষ বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত পরবর্তীকালে মামলা তদন্তভার গ্রহণ করেন সাব-ইন্সপেক্টর বর্তমান ইন্সপেক্টর বিপ্লব হালদার। তিনি তদন্তে নেমে পুলিশ দ্রুত অভিযোগ কারী সাদ্দাম হোসেন শেখ মানিজুল আলম শুকদেব দাস এবং আমিনুর হোসেন নামে চারজনকে গ্রেফতার করে। তদন্ত শেষে সেই মামলা চার্জশিট জমা করেন বিপ্লব হালদার বিচার শুরু হয় পূর্ব মেদিনীপুরে তমলুকের মাননীয় দায়রা বিচারক মহাশয়ের আদালতে। সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে মাননীয় বিচারক অভিযুক্ত চারজনকে গত পয়লা আগস্ট দোষী সাব্যস্ত করেন।
No comments