Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ইসকন রাধাপার্থসারথী মন্দিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির!

হলদিয়া ইসকন রাধা পার্থসারথী মন্দিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির!পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষারশহর হলদিয়া রায় রাঞ্যায়াচকে প্রতিষ্ঠিত রাধা পার্থ সারথি ইসকন মন্দির। সারা বছর ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ ক…

 




হলদিয়া ইসকন রাধা পার্থসারথী মন্দিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির!

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষারশহর হলদিয়া রায় রাঞ্যায়াচকে প্রতিষ্ঠিত রাধা পার্থ সারথি ইসকন মন্দির। সারা বছর ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করেন হলদিয়া ইসকন মন্দির উদ্যোগে। হলদিয়া লায়ন ক্লাব ও হলদিয়ার বিভিন্ন স্বনামধন্য ডাক্তারদের সহযোগিতায় আজ সকাল থেকে শুরু হলো বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। সকাল থেকে বহু ভক্তে আনাগোনা বিভিন্ন মেডিসিন চক্ষু পরীক্ষা স্কিন ডাক্তার সব মিলিয়ে আজকের বহু ডাক্তার এবং ইসকন ভক্তদের সমন্বয়ে সকাল থেকে চলল স্বাস্থ্য পরীক্ষা শিবির। হলদিয়া ইসকন রাধা পার্থ সারথি মন্দির দায়িত্বপ্রাপ্ত যে সকল প্রভুরা ছিলেন তাদের তদারকিতেই আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির বেলাবাড়ার সাথে সাথেই বহু ভক্ত তারা আসেন তাই মন্দিরে ভোগ আরতির সময় বহু ভক্তকে দেখা যায়। সকল ভক্তদের বসিয়ে প্রসাদ সেবন করালেন ইসকন মন্দির কর্তৃপক্ষ।

No comments