হলদিয়া আইনি কলেজে আসবেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন!মামলার নিষ্পত্তি প্রক্রিয়া ক্যাম্পে উপস্থিত হাইকোর্ট হাইকোর্টের বিচারপতির কাছে কি প্রস্তাব রাখলেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক- বিমল মিডিয়েশনের মাধ্যমে মামলার নিষ্পত্তি হলদি…
হলদিয়া আইনি কলেজে আসবেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন!
মামলার নিষ্পত্তি প্রক্রিয়া ক্যাম্পে উপস্থিত হাইকোর্ট হাইকোর্টের বিচারপতির কাছে কি প্রস্তাব রাখলেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক- বিমল
মিডিয়েশনের মাধ্যমে মামলার নিষ্পত্তি হলদিয়ায়। গত ১ জুলাই থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার ২৩শে আগষ্ট সেই মিডিয়েশান প্রক্রিয়া নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় হলদিয়া বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরীতে। সেখানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জর্জ(এডিজি) সত্যজিৎ মাইতি সহ অন্যান্যরা। ইতিমধ্যে হলদিয়া এলাকার প্রায় ৭০ টি মামলা নিষ্পত্তি হয়েছে। শনিবারও প্রায় ১০ থেকে ১২টি মামলা নিষ্পত্তি হয়। আগামী দিনে এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে হলদিয়া আইনি সহায়তা কমিটির সদস্যরা। নবাগত আইনি ছাত্রদের আইনি সহায়তা দেওয়ার জন্য হলদিয়া আইনি কলেজে আসার জন্য আবেদন করলেন আইনি কলেজের সম্পাদক বিমল মাজী। বিমল বাবুর আহবানে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন সম্মতি দিয়েছেন হলদিয়া আইনি কলেজে ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি মিলিত হবেন।
No comments