কলিকাতার সাথে হলদিয়া সংবাদপত্রে সোনার দাম!সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দা…
কলিকাতার সাথে হলদিয়া সংবাদপত্রে সোনার দাম!
সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ২৪শে আগস্ট রবিবার, ২০২৫ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৯৬০০ টাকা, যা গত দিনের থেকে পরিবর্তিত হয়েছে।
রবিবার (২৪/০৮/২০২৫)
সংবাদপত্রের ধার্যকৃত সোনা ও রূপার গহনা দরঃ- ==========================
২৪ ক্যাঃ বাট (১০ গ্রাম) - ১,০০,৫০০/-
২২ ক্যাঃ হলমার্ক (১০ গ্রাম) - ৯৬,০০০/-
রুপোর বাট (প্রতি কেজি) - ১,১৭,০০০/-
রুপোর খুচরো (প্রতি কেজি) - ১,১৭,১০০/-
( মজুরী এবং জি.এস.টি আলাদা)
==========================
রাজলক্ষ্মী জুয়েলারী ওয়ার্কস হলদিয়া
সাদর আমন্ত্রণ : -
🛑 ১০ গ্রাম সোনার গহনার মজুরীতে ১,২০০ টাকা ছাড়
🛑 ছাড়ের সুযোগ থাকছে ২৪ শে আগষ্ট রবিবার পর্যন্ত
🛑 অফার চলাকালীন অর্ডারের ক্ষেত্রে ৮০% টাকা অগ্রিম জমা দিলে একই ছাড়ের সুযোগ
রাজলক্ষ্মী জুয়েলারী ওয়ার্কস জানিয়েছেন প্রো : মধুসূদন কুইলা
দুর্গাচক, বাসন্তী ভবন - দূর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।
No comments