Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রমিকদের বিভিন্ন দাবীতে ২৬ আগষ্ট কোলাঘাট বিডিও এবং শ্রম দপ্তর অফিসে হোসিয়ারী শ্রমিকদের বিক্ষোভ-ডেপুটেশনের প্রচার !

শ্রমিকদের বিভিন্ন দাবীতে ২৬ আগষ্ট কোলাঘাট বিডিও এবং শ্রম দপ্তর অফিসে হোসিয়ারী শ্রমিকদের বিক্ষোভ-ডেপুটেশনের প্রচার ! সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপু…

 


 শ্রমিকদের বিভিন্ন দাবীতে ২৬ আগষ্ট কোলাঘাট বিডিও এবং শ্রম দপ্তর অফিসে হোসিয়ারী শ্রমিকদের বিক্ষোভ-ডেপুটেশনের প্রচার ! 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নেতৃত্বে লাগাতার আন্দোলনের ফলে গত তিন মাস পূর্বে হোসিয়ারী শ্রমিকদের এক বছরের ন্যূনতম মজুরী অনুসারে মাত্র ৩ শতাংশ মজুরীবৃদ্ধি ঘটেছিল। পরের মাসে বকেয়া আর এক বছরের মজুরীবৃদ্ধি কার্যকর করা হবে বলে মেকার মালিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সে সময় কথা দিয়েছিল। কিন্তু তা এখনো কার্যকর হয়নি। অথচ আর এক মাস পরেই দুর্গাপুজো। অবিলম্বে ওই মজুরীবৃদ্ধি কার্যকর সহ অন্ততঃ ১৫ শতাংশ হারে আসন্ন পূজা বোনাস সহ ন্যায্য বিভিন্ন দাবীতে ২৬ আগষ্ট কোলাঘাট বিডিও এবং শ্রম দপ্তর অফিসে হোসিয়ারী শ্রমিকদের বিক্ষোভ-ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচির প্রস্তুতিতে আজ সকালে ব্লকের বিভিন্ন এলাকায় এক প্রচার সভা অনুষ্ঠিত হয়। প্রচার সভায় বক্তব্য রাখেন ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহকারী সভাপতি নেপাল বাগ ও বলরাম জানা ,যুগ্ম সম্পাদক নব শাসমল প্রমুখ। বক্তারা উক্ত কর্মসূচিতে সর্বস্তরের হোসিয়ারী শ্রমিকদের যোগদান করার আহ্বান জানান।  


         

No comments