Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের টোপা-ড্রেনেজ খালের উত্তর দিকের বাঁধটিকে কংক্রিটের করার দাবীতে হলদিয়া উন্নয়ন পর্ষদে ডেপুটেশন!

কোলাঘাটের টোপা-ড্রেনেজ খালের উত্তর দিকের বাঁধটিকে কংক্রিটের করার দাবীতে হলদিয়া উন্নয়ন পর্ষদে ডেপুটেশন! সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কোলাঘাট ব্লকের টোপা ড্রেনেজ খালের উত্তর দিকের ৬ কি.মি. দীর্ঘ খালবাঁধ(বরদাবাড় থেকে যোগীদহ পর্য…

 



কোলাঘাটের টোপা-ড্রেনেজ খালের উত্তর দিকের বাঁধটিকে কংক্রিটের করার দাবীতে হলদিয়া উন্নয়ন পর্ষদে ডেপুটেশন! 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কোলাঘাট ব্লকের টোপা ড্রেনেজ খালের উত্তর দিকের ৬ কি.মি. দীর্ঘ খালবাঁধ(বরদাবাড় থেকে যোগীদহ পর্যন্ত)টিকে কংক্রিটের করার দাবীতে আজ কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান অধ্যাপক জ্যোতির্ময় করের সাথে সাক্ষাৎ করে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র  নায়ক,সুব্রত দাস,ডাঃ জয়দেব ঘড়া। চেয়ারম্যান প্রতিনিধিদলকে জানান,ইতিমধ্যে রাস্তাটি কংক্রিটের করার বিষয়ে সেচ দপ্তরের কাছ থেকে এন.ও.সি. চাওয়া হয়েছে। ওই এন.ও.সি. পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সেচ দপ্তর সূত্রে জানা গেছে, এইচ ডি এ'র পক্ষ থেকে দেওয়া চিঠিতে ড্রয়িং সহ কতটা অংশ কতটা চওড়া সহ কিভাবে কাজ করা হবে সে ব্যাপারে কোন উল্লেখ নেই। 

        পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন,গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি মাটির রাস্তা হওয়ায় সাগরবাড়-পুলসিটা-বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত এলাকার বরদাবাড়-আমিরচক-গোবিন্দচক-উত্তর জিঞাদা-চাপদা-যদুপুর প্রভৃতি ১০ টি গ্রামের ছাত্র-ছাত্রী,মা-বোন সহ সর্বস্তরের গ্রামের মানুষজন যাতায়াতে চরম সমস্যার মধ্যে পড়েছেন। অতি সত্বর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিষদ বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে নারায়ন বাবু জানান। 



No comments