Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সমাজে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে থেমে থাকলে চলবে না, অভিভাবকদের সচেতন হতে হবে- স্পর্শিতা!

সমাজে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে থেমে থাকলে চলবে না, অভিভাবকদের সচেতন হতে হবে- স্পর্শিতাআধুনিক শিক্ষা ব্যবস্থার মূল্যবোধের অভাব! শুক্রবার ২২শে আগষ্ট সুতাহাটায় হলদিয়া ইন্সটিটিউট অব এডুকেশন বিএড কলেজে শিক্ষা বিষয়ক জাতীয় স্তরের সেমিনা…

 


সমাজে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে থেমে থাকলে চলবে না, অভিভাবকদের সচেতন হতে হবে- স্পর্শিতা

আধুনিক শিক্ষা ব্যবস্থার মূল্যবোধের অভাব!

 শুক্রবার ২২শে আগষ্ট সুতাহাটায় হলদিয়া ইন্সটিটিউট অব এডুকেশন বিএড কলেজে শিক্ষা বিষয়ক জাতীয় স্তরের সেমিনার হয়। 

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/KHoC97s-dIk

সেমিনারের বিষয় ছিল 'আধুনিক শিক্ষাব্যবস্থায় মূল্যবোধের শিক্ষার একীকরণ: সমকালীন প্ররিপ্রেক্ষিত'।


সেমিনারের সূচনায় উপস্থিত ছিলেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের ডিন দিব্যেন্দু ভট্টাচার্য, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিটন মল্লিক, হলদিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল তরুণকান্তি জানা, কলেজের ভাইস চেয়ারপারসন স্পর্শিতা পণ্ডাশেঠ, কলেজের প্রিন্সিপাল জগদীশ সামন্ত প্রমুখ। উপস্থিত কলেজের ছাত্র-ছাত্রীরা খুবই উৎসাহিত এই ধরনের সেমিনারে উপস্থিত থাকতে পেরে। মুখ্য বক্তা দিব্যেন্দুবাবু বলেন, বাস্তবতার সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষা ব্যবস্থা দরকার। চালু শিক্ষা ব্যবস্থায় তার অভাব রয়েছে। শিক্ষাক্ষেত্রে মূল্যবোধ ও সংস্কৃতি কীভাবে সযুক্ত করতে পারি। শিক্ষার সঙ্গে মূল্যবোধ যতক্ষণ না যুক্ত হয়, ততক্ষণ তা প্রাসঙ্গিক হয় না। হলদিয়ার কলেজের এই উদ্যোগ খুবই সময়োচিত। তিনি বলেন, মূল্যবোধ এমন একটি জিনিস তা সবসময় হারিয়েই যায়। তাকে ধরে রাখার অভ্যেস তৈরি করতে হবে শিক্ষা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে। কলেজের ভাইস চেয়ারম্যান স্পর্শিতা পণ্ডাশেঠ বলেন, সমাজে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে বলে থেমে থাকলে চলবে না। আমাদের নিয়মিত জীবনচর্যা ও শিক্ষার মনোন্নয়নের মধ্য দিয়ে ফিরিয়ে আনতে হবে। প্রযুক্তিকে শুধু দোষ দিয়ে লাভ নেই, আমাদের অভ্যেস করার জিনিস মূল্যবোধের বিষয়টি। এদিন সেমিনারে অংশ নেন কলেজের শতাধিক পড়ুয়া ও শিক্ষক।

No comments