হলদিয়া হাইকোর্টে মধ্যস্থতা শান্তিপূর্ণ সহাবস্থানের ক্যাম্পে উপস্থিত হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন!
সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে মধ্যস্থতার মধ্যে আইনি পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দিতে। বহু মামলা, নিজেদের মধ্যেই চলে আর তারপরে তার ফল…
হলদিয়া হাইকোর্টে মধ্যস্থতা শান্তিপূর্ণ সহাবস্থানের ক্যাম্পে উপস্থিত হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন!
সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে মধ্যস্থতার মধ্যে আইনি পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দিতে। বহু মামলা, নিজেদের মধ্যেই চলে আর তারপরে তার ফলে নষ্ট হয় সম্পর্ক।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/axQBVoP-KCE
সুসম্পর্ক বজায় রেখে সুস্থভাবে সমস্ত পরিষেবা নিজেদের মধ্যে আলোর আলোচনা করা যায় তারই উদ্যোগ রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মধ্যস্থতা শান্তিপূর্ণ সহাবস্থানের পথ। আলোচনার মাধ্যমে সমাধান, মামলা নয়, সমঝোতার পরামর্শ গত লা জুলাই থেকে শুরু হয়েছে চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে সমঝোতার পরামর্শ কেন্দ্র। হলদিয়া মহকুমার আদালতে বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরীতে আজকের এই সমঝোতা পরামর্শ কেন্দ্রে উপস্থিত ছিলেন রাজ্যে হাইকোর্টের বিচারপতি সৌমেনসেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জর্জ ,এডিজি হলদিয়া সত্যজিৎ মাইতি, ডি এল এস এ সম্পাদক সুদিপা ঘোষ, হলদিয়া বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল মাজী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
No comments