Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘাটাল মহকুমার সমাজকর্মী ও ক্যারাটে প্রশিক্ষক তন্ময় মাইতির স্মরণসভা

ঘাটাল মহকুমার সমাজকর্মী ও ক্যারাটে প্রশিক্ষক তন্ময় মাইতির স্মরণসভাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  ঘাটাল মহকুমার সমাজকর্মী ও ক্যারাটে প্রশিক্ষক তথা  এসইউসিআই(কমিউনিস্ট)দলের ঘাটাল লোকাল কমিটির কর্মী,ছাত্র সংগঠন এ আই ডি এস ও 'র…

 



ঘাটাল মহকুমার সমাজকর্মী ও ক্যারাটে প্রশিক্ষক তন্ময় মাইতির স্মরণসভা

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  ঘাটাল মহকুমার সমাজকর্মী ও ক্যারাটে প্রশিক্ষক তথা  এসইউসিআই(কমিউনিস্ট)দলের ঘাটাল লোকাল কমিটির কর্মী,ছাত্র সংগঠন এ আই ডি এস ও 'র রাজ্য কমিটির সদস্য,বিজ্ঞান আন্দোলনের জেলার অন্যতম সংগঠক তন্ময় মাইতি তন্ময় মাইতির স্মরনে এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের ঘাটাল লোকাল কমিটির আহ্বানে আজ বিকেলে ঘাটালের অন্নপূর্ণা আর্কেডে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে উপস্থিত নেতৃবৃন্দের সবাই তন্ময়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। সভায় স্মৃতিচারন করে মুল বক্তব্য রাখেন,দলের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অমল মাইতি। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অনুরূপা দাস,কমল সাঁই,পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক নারায়ণ অধিকারী,পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রনব মাইতি,ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি সহ তন্ময়ের বাবা/মা/দিদি/স্ত্রী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন দলের ঘাটাল লোকাল কমিটির সম্পাদক অঞ্জন জানা। শোক প্রস্তাব পাঠ করেন সভার সভাপতি অঞ্জন জানা। এরপর তন্ময়ের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

            প্রসঙ্গত উল্লেখ্য,গত ২৮ জুলাই,২০২৫ সকালে দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫০ তম স্মরণ দিবস ৫ ই আগস্টের কর্মসূচির প্রস্তুতিতে ঘাটালের দেবেন্দ্র ভবনের দলীয় অফিসে বেলা সাড়ে এগারোটা নাগাদ উদ্ধৃতি প্রদর্শনীর কাজ করতে করতেই হঠাৎ করেই ম্যাসিভ হার্ট অ্যাটাক-এ আক্রান্ত হয়েছিল। দলীয় কর্মীরা তৎক্ষণাৎ ওকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করলে ডাক্তারবাবু ১১ঃ৫৩ মিনিটে ওকে 'মৃত' বলে ঘোষণা করেন। মৃত্যুকালে ওর বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর।

            তন্ময়ের বাবা তন্ময়ের স্মৃতিচারন করে বলেন,ওকে যে এত লোক ভালবাসে,ওর জীবদ্দশায় কোনও দিন বুঝতে পারি নি।

             অমল মাইতি তার বক্তব্যে বলেন,তন্ময় মাইতির মৃত্যুতে দল একজন সক্রিয় কর্মীকে হারিয়ে যে অপূরনীয় ক্ষতি হোল,সেই ক্ষতি পূরনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 



No comments