আজ সোনার দাম !সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, …
আজ সোনার দাম !
সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ১৩ অগস্ট, ২০২৫ কলকাতার সাথে হলদিয়া দুর্গাচক রাজলক্ষ্মী জুয়েলারী ওয়ার্কস তে প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৯৫৪০ টাকা, যা গত দিনের থেকে -১.১৪ শতাংশ পরিবর্তিত হয়েছে।
বুধবার (১৩/০৮/২০২৫)
সংবাদপত্রের ধার্যকৃত সোনা ও রুপার দরঃ- ==========================
২৪ ক্যাঃ বাট (১০ গ্রাম) - ৯৯,৯০০/-
২২ ক্যাঃ হলমার্ক (১০ গ্রাম) - ৯৫,৪৫০/-
রুপোর বাট (প্রতি কেজি) - ১,১৪,০৫০/-
রুপোর খুচরো (প্রতি কেজি) - ১,১৪,১৫০/-
( মজুরী এবং জি.এস.টি আলাদা)
==========================
রাজলক্ষ্মী জুয়েলারী ওয়ার্কস হলদিয়া
No comments