পাইপলাইন ফুটো করে ভোজ্য তেল চুরিতে মরিয়া দুষ্কৃতীরা, হলদিয়ার পুলিস নাজেহাল
ফের হলদিয়ার গোকুল ভোজ্যতেল কারখানার (বর্তমানে আদানি টু) পাইপলাইন থেকে তেল চুরি করতে গিয়ে ধরা পড়ল দুষ্কৃতীরা। ভোজ্যতেল বোঝাই ট্রাক অথবা পাইপলাইন ফুটো করে তে…
পাইপলাইন ফুটো করে ভোজ্য তেল চুরিতে মরিয়া দুষ্কৃতীরা, হলদিয়ার পুলিস নাজেহাল
ফের হলদিয়ার গোকুল ভোজ্যতেল কারখানার (বর্তমানে আদানি টু) পাইপলাইন থেকে তেল চুরি করতে গিয়ে ধরা পড়ল দুষ্কৃতীরা। ভোজ্যতেল বোঝাই ট্রাক অথবা পাইপলাইন ফুটো করে তেল চুরি, এটাই এখন হলদিয়া শিল্পাঞ্চলে দস্তুর। লাগাতর ট্রাক সহ পণ্য হাইজ্যাকিংয়ের মাঝেই গত কয়েকমাসে একাধিকবার ভোজ্যতেলের লাইন ফুটো করে তেল চুরির ঘটনা ঘটেছেমাস খানেক আগেই চিরঞ্জীবপুরে পাইপলাইন ফুটো করে প্রায় দশ লক্ষ টাকার তেল চুরি করে দুষ্কৃতীরা। হলদিয়া থানার কার্যত নাকের ডগায় ওই চুরির ঘটনা ঘটে। এবার ভবানীপুর থানা এলাকায় প্রকাশ্য রাস্তার এইচপিএল লিঙ্ক রোডের পাশেই পাইপলাইন ফুটো করে পাইপ দিয়ে বড় তেল ট্যাঙ্কারে তেল ভর্তি করছিল দুষ্কৃতীরা। আদানি-টু'র পাশেই ঝোপের মধ্যে পাইপলাইনে রীতিমতো ভালভলাগিয়ে নিঃশব্দে রাতের অন্ধকারে তেল চুরি চলছিল। স্থানীয় কারও নজরে আসে বিষয়টিপুলিস গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায়পুলিস ঘটনাস্থলে পৌঁছতেই ছুট লাগায় দুষ্কৃতীরা। রাত ১টা নাগাদ ভবানীপুর থানার পুলিসের টহলদারি ভ্যান এইচপিএল লিঙ্ক রোডে প্রথম ওই খবর পায়পরে দু'টি টিম যৌথ অভিযান চালায়ওই সময় দেখা যায়, যে অয়েল ট্যাঙ্কারে তেল লোডিং হচ্ছিল সেটি নাগাল্যান্ডে রেজিস্ট্রেশন করা। পরে ওই ঘটনায় পুলিস ৩জনকে গ্রেপ্তার করেছে। মাসখানেক আগেই প্রায় ১০ লক্ষ টাকার ভোজ্য তেল একইভাবে পাইপলাইন ফুটো করে চুরি করেছিল দুষ্কৃতীরা। তার কিছুদিন পর আইওসির পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনা ঘটে। হলদিয়ায় ভোজ্যতেলের ট্রাক ছিনতাইয়ের ঘটনায় পর পর কয়েকটি ঘটনার কিনারা করেছে পুলিস। তবে চুরি হওয়া তেলের ৩০ শতাংশের বেশি উদ্ধার হয়নি। পুলিসি ধড়পাকড়ের ফলে এখন দুষ্কৃতীরা মরিয়া হয়ে পাইপলাইন ফুটো করছে।
No comments