Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম হলে আয়োজিত পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা শিবিরে উপস্থিত রাজ্যের মন্ত্রী!

হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম হলে আয়োজিত পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা শিবিরে উপস্থিত রাজ্যের মন্ত্রী!রাজ্যের পেশাগত সুরক্ষা ও শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাস্থ্য বিষয়ে সচেতন সভা হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয…

 



হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম হলে আয়োজিত পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা শিবিরে উপস্থিত রাজ্যের মন্ত্রী!

রাজ্যের পেশাগত সুরক্ষা ও শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাস্থ্য বিষয়ে সচেতন সভা হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক  জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ ও আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর ভাইস চেয়ারম্যান সাধন জানা সি ইও কোন্থম সুধীর, বিভিন্ন কারখানার আধিকারিক বৃন্দ। জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন সমস্ত কারখানার আধিকারিকদের উদ্দেশ্যে  "শ্রমিক থাকলে কারখানা বাঁচবে" তাই শ্রমিকদের সুরক্ষা প্রথমেই দেখতে হবে। কোন কাজে কোন শ্রমিক দক্ষ সেই কাজে সেই শ্রমিককে লাগানো দরকার রয়েছে। এছাড়াও রাজ্যে গত ২রা আগস্ট থেকে শুরু হয়েছে আমার পাড়া আমার সমাধান সেই সূত্র ধরে জেলা শাসক বলেন আমাদের শ্রমিক আমাদের কারখানা সুরক্ষা এটাই হোক আজকের সবার অঙ্গীকার। মন্ত্রী মলয় ঘটক বলেন শ্রমিকদের সুরক্ষা জন্য প্রথম উদ্যোগ নিতে হবে কারখানার আধিকারিকদের। শ্রমিক নিরাপদে থাকলে তবেই কারখানা সচল চলবে। এবং আজকের এই কারখানার শ্রমিকদের উদ্দেশ্য বার্তা দিলেন কোন ধর্মঘট নয়, কোন কাজ বন্ধ নয়। যদি কোন সমস্যা থাকে আলোচনার মধ্যে দিয়ে সেগুলো মিটিয়ে নিতে হবে। বিভিন্ন কারখানার আধিকারিকরা আজকের মন্ত্রী মলয় ঘটকের কাছে আলোচনা করেন গত জুন মাস থেকে কর্ম পোটাল বন্ধ রয়েছে তার ফলেই শ্রমিক নিয়োগ করার ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে। আবার শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী মলয় ঘটক বলেন বাম আমলে ২০ টি ক্যাটাগরি ছিল সেখানে মা মাটি মানুষের সরকার ক্ষমতায় এসে একত্রিশটি বাড়িয়ে৫১ টি করেছিল। পরবর্তীকালে রাজ্য সরকার আরও ৩০ টি ক্যাটাগরি ভাগ করা হয়েছে বর্তমানে ৮১ টি ক্যাটাগরি রয়েছে বেতন পরিকাঠামো। তবে সেই বেতনে যদি কোন কারখানা আধিকারিক বেতন না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন  আমরা সেই কোম্পানিকে ফাইন করবো।  আজকের সভায় আরো বলেন হলদিয়া এবং শিলিগুড়িতে দুটি ইএসআই হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল দুটি রাজ্য সরকার করার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করা হয়েছে কিন্তু এখনও কিন্তু সরকারের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায়নি। তাই হাসপাতাল চালু করা যায়নি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন আগামী বৃহস্পতিবার আমাদের সঙ্গে সভা রয়েছে নিশ্চয়ই আমরা উক্ত সভা থেকে আমাদের রাজ্যের হাতে দুটি ইএসআই হাসপাতালকে হ্যান্ডওভার করবে কেন্দ্র সরকার যদি না করে তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা ও তিনি বলেন। সভায় হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর বলেন হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন জায়গায় রাস্তার উপর ঝুপড়ি করে বসে যাচ্ছে প্রশাসন নজর দেওয়া দরকার। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন আমরা সর্বদা নজর রেখেছি কিন্তু এলাকার মানুষকে সচেতন হতে হবে যদি কেউ ঝুপড়ি করে বসে যায় তাকে তৎক্ষণাৎ সেখান থেকে তুলে দিতে হবে ইতিমধ্যে শিল্পাঞ্চল এলাকায় বেশ কয়েকটি পাইপলাইন থেকে তেল চুরি ঘটনা নজরে পড়েছে এবং ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু পাইপ লাইনের উপর ঝুপড়ি করে রয়েছে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে । উপর যারা ঝুপড়ি করে বসে রয়েছেন তাদেরকে অবিলম্বে তুলে দিতে হবে। তুলতে গেলে এলাকার মানুষের সঙ্গে যৌথ অভিযান পুলিশকে করতে হবে।

No comments