স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সির নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভবঘুরেদের আবাসন কে বৃদ্ধাশ্রম করল হলদিয়া পৌরসভা! স্টেট আরবান ডেভেলাপমেন্ট এজেন্সিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হলদিয়া পৌরসভা এলাকায় ভবঘুরেদের আবাসন মাতঙ্গিনী আবাসন কে ব…
স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সির নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভবঘুরেদের আবাসন কে বৃদ্ধাশ্রম করল হলদিয়া পৌরসভা!
স্টেট আরবান ডেভেলাপমেন্ট এজেন্সিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হলদিয়া পৌরসভা এলাকায় ভবঘুরেদের আবাসন মাতঙ্গিনী আবাসন কে বৃদ্ধাশ্রমে করা যাবে না। বিপ্লবের মাস আগস্ট মাস সেই মাসেই মাতঙ্গিনী হাজরার আবাসন ২০১৬ সালে হলদিয়া পৌরসভার উদ্যোগে তৈরি হয়েছিল ভবঘুরেদের জন্য।
সেই আবাসন কে নতুন ভাবে সাজিয়ে কাঁথি পাউশি অনাথ আশ্রম এর হাতে তুলে দেওয়া হলো আজ আর সেই নিয়েই নির্দেশিকা দিলেন স্টেট আরমান ডেভলপমেন্ট এজেন্সি।
No comments