Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া সংকটমোচন হনুমানজীউর মন্দিরে ২৪ ঘন্টা নাম সংকীর্তন শুরু হল!

হলদিয়া সংকটমোচন হনুমানজীউর মন্দিরে ২৪ ঘন্টা নাম সংকীর্তন শুরু হল!অন্যান্য মাসের মধ্যে শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে শিবে উপাসনার মাস হিসেবে ধরা হয়। এই মাসে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য দূর-দূরান্ত থেকে পৌঁছে যান…

 




হলদিয়া সংকটমোচন হনুমানজীউর মন্দিরে ২৪ ঘন্টা নাম সংকীর্তন শুরু হল!

অন্যান্য মাসের মধ্যে শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে শিবে উপাসনার মাস হিসেবে ধরা হয়। এই মাসে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য দূর-দূরান্ত থেকে পৌঁছে যান বিভিন্ন শিব মন্দিরে। পূর্ব মেদিনীপুর জেলার  দুর্গাচক থানার অন্তর্গত পাতিখালীতে অবস্থিত মহাদেব শিব ও রয়েছেন সংকটমোচন হনুমানজীউর মন্দির। এই মন্দিরে প্রতিবছর শ্রাবণ মাসে শিবের উপাসনা এবং তারই সাথেই হনুমানজির উপাসনা শুরু হয় ২৪ ঘন্টা নাম সংকীর্তন বিভিন্ন ভক্তিমূলক আলোচনা এবং নরনারায়ন সেবা। আজ ২রা আগস্ট এবং ৩রা আগস্ট দুদিন ধরে এই নাম সংকীর্তন চলবে বলে জানালেন  মন্দির কর্তৃপক্ষ। এবং ৩রা আগস্ট বহু পূর্নার্থী দের জন্য মহাদেব এবং সংকটমোচন হনুমানজির প্রসাদ বিতরণ হবে।  সকলকে সাদর আহ্বান জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। শাস্ত্রমতে জানা যায় হনুমানজীউর পূজা করলে কাঙ্খিত ফল তাড়াতাড়ি লাভ করা যায়। সূর্যদেব ও কাশ্যপ মুনির করুণায় বিভিন্ন স্বাস্থ্য পাঠ অগাধ জ্ঞান ও পাণ্ডিত্য লাভ করেছিলেন হনুমানজি । হনুমানজীউর উপাসনায় জীবনের সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসে । কোন ভক্ত যদি ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সহিত হনুমানজীর পূজা করে থাকেন তাহলে হনুমানজি প্রসন্ন হন। এবং তার মনের বাসনা পূর্ণ করেন। তবে হনুমানজিকে সন্তুষ্ট করতে পুজোর সময় এই নিয়মগুলি অবশ্যই পালন করা দরকার। যেমন স্নান সেরে বিশুদ্ধ চিত্তে লাল বা কমলা রঙের বস্ত্র পরিধান করে হনুমানজির আরাধনা করুন।তাকে  তুষ্ট করতে পারলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। হলদিয়া পাতিখালীতে প্রায় ২০ বছর ধরে সংকটমোচন হনুমানজির মূর্তি পূজা  চলে আসছে । সেই অনুযায়ী হনুমানজির এবং মহাদেব পূজা অর্চনা 24 ঘণ্টা নাম সংকীর্তন শুরু হয়েছে আজ থেকে।

No comments