পশ্চিমবঙ্গ ল ক্লার্ক'স এর তৃতীয় রাজ্য সম্মেলন সৈকত শহর দিঘায়!
সৈকত নগরী দিঘায় পশ্চিমবঙ্গ ল - ক্লার্ক'স এ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন দাবীর ভিত্তিতে তৃতীয় রাজ্য সভা অনুষ্ঠিত হলো। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী…
পশ্চিমবঙ্গ ল ক্লার্ক'স এর তৃতীয় রাজ্য সম্মেলন সৈকত শহর দিঘায়!
সৈকত নগরী দিঘায় পশ্চিমবঙ্গ ল - ক্লার্ক'স এ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন দাবীর ভিত্তিতে তৃতীয় রাজ্য সভা অনুষ্ঠিত হলো। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘায় হোলিডে হোমে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক'স এর তৃতীয় রাজ্য সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই তৃতীয় রাজ্য সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী, রাজ্য কাউন্সিলের চেয়ারম্যান চঞ্চল ঘোষ, রাজ্য সভাপতি বিপদ তারনাইস, সহ-সম্পাদক প্রলয় রায়, রাজ্য অফিস সম্পাদক খগেন্দ্রনাথ জানা, রাজ্য সহ-সভাপতি শেখর রায়, রাজ্য কোষাধ্যক্ষ কমল দাস সহ-সম্পাদক মন্ডলীদের সদস্য ও রাজ্য থেকে আগত বিভিন্ন স্তরের সংগঠনের সদস্যেরা।
No comments