বিপিসিএল কারখানায় কাজে পুর্ন বহালের দাবিতে হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ!শিল্প শহর হলদিয়াতে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক বিক্ষোভ প্রায় লেগেই রয়েছে। কখনো সিওডি কখনোবা বহিরাগতদের কাজযোগদান ভূমিহীনদের কাছ থেকে অব্যাহতির জন্…
বিপিসিএল কারখানায় কাজে পুর্ন বহালের দাবিতে হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ!
শিল্প শহর হলদিয়াতে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক বিক্ষোভ প্রায় লেগেই রয়েছে। কখনো সিওডি কখনোবা বহিরাগতদের কাজযোগদান ভূমিহীনদের কাছ থেকে অব্যাহতির জন্য। আবার কখনো বা কর্তৃপক্ষ শ্রমিকদের এলাকায় কাজে লাগায় ইউনিয়ন কাজ থেকে বের করে দেয়। সব মিলিয়ে সারা হলদিয়া জুড়ে অস্থিরতা শ্রমিক বিক্ষোভ কর্মসূচি প্রায় লেগেই থাকে। যদিও আইএনটিটিইউসি উদ্যোগে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে কোর কমিটি গঠন করা হয়েছে। ঋতব্রত বাবুর নেতৃত্বে হলদিয়া জুড়ে বিভিন্ন কারখানা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এই কোর কমিটির সদস্যদের গেটে বা শ্রমিকদের এই আন্দোলনে কিন্তু দেখতে পাওয়া যায়নি। এই কোর কমিটির নিয়ে কাজের নিয়ম কর্মসংস্থান বিষয় নিয়েও দলের কর্মীদের মধ্যে বিভ্রান্ত রয়েছে। বিপিসিএল কারখানায় প্রায় ৯০টি করে গাড়ি ফিলিং লোডিং আনলোডিং মোট ৭১ জন শ্রমিক আইপিপি এল কোম্পানির ভিতরে কাজ করতেন। বর্তমানে বিপিসিএল তার নিজস্ব প্ল্যান তৈরি হয়েছে সেই প্লান্টে আইপিপিএলের ভিতরে বিপিসিএল যারা কাজ করতেন এই নতুন প্লান্টে নিয়োগ করার দাবি নিয়ে তারা আন্দোলন শুরু করলেন।হলদিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস প্রাইভেট লিমিটেডের ভিতরেই বিপিসিএল প্রত্যহ প্রায় ৯০ টি গাড়ি লোডিং আনলোডিং এবং ফিলিং করা হতো। প্রায় ৭১ জন শ্রমিক কাজ করতেন। বর্তমানে ১৪ নম্বর ওয়ার্ডের নতুন প্ল্যান করছেন বিপিসিএল সেই সকল ৭১ জন শ্রমিক তারা কর্মচুত হয়েছে ।তাদের দাবি যে আমরা দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা আমাদেরই মধ্যে রয়েছে এবং আমাদের জায়গা অধিগ্রহণ হয়েছে অধিগ্রহণ জায়গার উপরেই কারখানা তৈরি হচ্ছে। ঐ এলাকার মানুষদের কাজে পুনঃ বহাল করতে হবে। স্থানীয় কাউন্সিলর সঞ্জীব পট্টনায়ক বলেন এদের এই দাবি যুক্তিযুক্ত আমিও কোম্পানির কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যাতে সেই সকল উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষ ছিলেন তাদেরকেই পুনরায় কাজে যুক্ত করা হোক। শ্রমিকদের দাবি আমরা দীর্ঘ আট বছর বিপিসিএল এর গাড়ি লোডিং আনলোডিং এবং ফিলিং করতাম আমাদের জায়গা বাস্তু চলে গেছে। আমরা তৃণমূল কংগ্রেসেরই সৈনিক । আজকে নতুন করে বিপিএল কারখানা তার নিজস্ব জায়গায় এই কারখানা হচ্ছে সেখানেও আমাদের জায়গায় গেছে আমরা কেন কাজ পাবো না। এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন সরকার টাই তো মহব্বত বিন তুখলক খামখেয়ালী সরকার চলছে। যাদের জায়গা গেছে তারা দীর্ঘদিন শ্রমিক হিসেবে কাজ করতেন আজকের বিপিসিএল তারা নিজস্ব জায়গা নিজস্ব কারখানা করছেন, দীর্ঘ আট বছর যে কারখানার জন্য শ্রমিক তাদের জীবন যৌবন কারখানার জন্য দিয়েছেন। তাদের জায়গা জলাভূমি বাস্তু দিয়েছেন সেই কারখানা নতুন করে যখন প্রতিষ্ঠিত হচ্ছে। তখন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। জানতে পেরেছি শাসক দলের কোর কমিটির অঙ্গুলি হিলনে বহিরাগতদের কাটমানি নিয়ে কাজের নিয়োগ করাচ্ছেন। শ্রমিকদের কাছ থেকে আমরা শুনলাম ঋতব্রত বাবুর সহ শাসক দল, এবং জেলার প্রশাসনিক যারা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে কিন্তু তারা চুপ করে রয়েছেন এর কারণ নিচতলা থেকে উপর তলা পর্যন্ত কাটমানির সেটিং হয়ে গেছে । আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ওই সকল শ্রমিকদের পাশে রয়েছি উনাদের এই আন্দোলনকে আমরা সমর্থন করি আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করব, যারা উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত আছেন যারা ওই প্ল্যান্টের দীর্ঘদিনের শ্রমিক দক্ষ তাদেরকেই কাজে যুক্ত করা হোক। সি আই টি ইউ জেলার সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন বর্তমান শাসক দলের কমিটি আর কোর কমিটির যেন গরুর গাড়ি হেডলাইট শুধু কাটমনি ছাড়া কিছুই বোঝে না। কোর কমিটির মাথায় আছেন কলিকাতায় সেখান থেকে হলদিয়া কে পরিচালনা করবেন? হলদিয়ার নাড়ি নক্ষত্র শ্রমিকদের কি বোঝেন উনি । আমরা চাইবো ওই সকল শ্রমিকদের পুর্নবহাল করা হোক ম্যানেজমেন্ট এর কাছে আমাদের দাবি। একজন শ্রমিক দীর্ঘ কয়েক বছর চাকরি করতেন । বর্তমানে তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। তার পরিবারের ছেলেকে কাজে যোগদান করেছিলেন কারখানার কর্তৃপক্ষ কিন্তু তাদের দাবি ইউনিয়নের নেতৃত্ব তার কাজ বন্ধ করে দিয়েছেন যা বললেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
No comments