ক্লোরাইড মেটালস কারখানায় কাজের টার্গেট বেড়িয়েছে, বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ!শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। কোথাও শ্রমিকদের উপর আধিকারিকদের অশ্লীল ব্যবহার , কোথাও সিওডি , বেতন চুক্তি ই এস …
ক্লোরাইড মেটালস কারখানায় কাজের টার্গেট বেড়িয়েছে, বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ!
শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। কোথাও শ্রমিকদের উপর আধিকারিকদের অশ্লীল ব্যবহার , কোথাও সিওডি , বেতন চুক্তি ই এস আই পি এফ ঠিকমতো না পাওয়া। কোথাও ন্যায্য মজুরি পাওয়ার দাবিতেই হলদিয়ার বিভিন্ন জায়গায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন জেলাতে কোর কমিটি গঠন করে এবং প্রত্যেক কারখানায় গেটে সভাপতি এবং সহ-সভাপতি নাম ঘোষণা করেছেন। কিন্তু তা সত্বেও শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। সংগঠনের দাবি ছিল, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ আন্দোলন চলবে ঠিকই কিন্তু প্রোডাকশন বন্ধ করে নয়। হলদিয়া ক্লোরাইড মেটালস লিমিটেড কারখানা গতকাল রাতে থেকেই অবস্থান বিক্ষোভ বসেছে শ্রমিকরা। তাদের মূলত দাবী যারা স্কিল হেন্ড শ্রমিক রয়েছে তাদেরকে বেতন কম দেওয়ার জন্য আন্সক্লিলের কাজ করা নো হয়। উৎপাদন অনুযায়ী শ্রমিক লাগানো হয়না। ইদানিং উৎপাদন বাড়িয়েছে শ্রমিক কম কিন্তু উৎপাদন সঠিক রাখা ম্যানেজমেন্টের দাবি শ্রমিকদের করতে হচ্ছে। ই এস আই, পি এফ এ যে ছুটি হয় সেই ছুটিতে ও কোন টাকা পায় না। তারা কন্টাকটার কে জানালে কোনভাবে তার যথাযথ উতর দেয় না। মাসে ২৬ টি করে ডিউটি দিতে হবে এমনই দাবি করছেন শ্রমিকরা। শীত পড়লে প্রোডাকশন বন্ধ থাকে তখন কাজ বন্ধ এমন করলে চলবে কি করে। তেমনি দাবী করছেন শ্রমিকরা যাতে সারা বছর কাজ পায়। গত পাঁচ বছর ধরে কাজ করার পরেও কাজের নিয়োগের অনুমতি পত্র (জয়েন্ট লেটার) পায়নি। দীর্ঘদিন তাদের সিওডি হয়নি। কাজ অনুযায়ী তাদের বেতন পরিকাঠামো ঠিক নেই। দীর্ঘ সময় কাজ বন্ধ রেখে ক্লোরাইড মেটালস লিমিটেড কারখানার শ্রমিক বিক্ষোভ অব্যাহত রইল। আর কয়েক মাস পরেই রাজ্য বিধানসভা নির্বাচন তাহলে কি শ্রমিকদের মন পাবে রাজ্য সরকার সারা হলদিয়া জুড়ে শ্রমিকদের এই বিক্ষোভ সেটাই এখন দেখার।
No comments