দীঘা সাইন্স সিটিতে ১০০ টি চাঁপা গাছ বিতরণ! প্রকৃতি সংরক্ষণ দিবসে ভেষজ উদ্যান গড়ে তোলার উদ্যোগ সাইন্স সিটিতে। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংরক্ষণের জন্য, পৃথিবীর সীমিত প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারকে উ…
দীঘা সাইন্স সিটিতে ১০০ টি চাঁপা গাছ বিতরণ!
প্রকৃতি সংরক্ষণ দিবসে ভেষজ উদ্যান গড়ে তোলার উদ্যোগ সাইন্স সিটিতে। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংরক্ষণের জন্য, পৃথিবীর সীমিত প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে, প্রতি বছর ২৮ শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালন করা হয়। দীঘা সায়েন্স সেন্টারে এই উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান। দীঘা পার্শ্ববর্তী কয়েকটি বিদ্যালয় থেকে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গাছ লাগানোর পাশাপাশি প্রকৃতিকে রক্ষা করার দায় আমাদের। ছাত্র-ছাত্রীদের এই বার্তা দেওয়া হলো আজ সাইন্স সেন্টারের পক্ষ থেকে।দীঘা সাইন্স সিটিতে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে ১০০ টি চাঁপা গাছ বিতরণ করলেন প্রকৃতিপ্রেমী তথা পশ্চিম মেদিনীপুরের দাঁতন এক ব্লকের অন্তর্গত কোটপাদা হাই স্কুলের সহশিক্ষক অলোক পাত্র।
প্রকৃতি সংরক্ষণ দিবসে ভেষজ উদ্যান গড়ে তোলার উদ্যোগ সাইন্স সিটিতে। দীঘা সায়েন্স সেন্টার এর প্রজেক্ট কো-অর্ডিনেটর হ্যামলেট গুড়িয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রকৃতির প্রতি সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করছি। আগামী দিনে দীঘায় আগত পর্যটকদের প্রকৃতি বিষয় সচেতনতার বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। দীঘা সাইন্স সিটিতে প্রকৃতি সংরক্ষণ দিবসে ভেষজ উদ্যান গড়ে তোলার উদ্যোগ সাইন্স সিটিতে। সেই উদ্যোগকে বাস্তবায়িত করতে হাত মিলিয়েছেন বিশিষ্ট বৃক্ষপ্রেমী ও শিক্ষক অলক পাত্র। ভেষজ উদ্যানে লাগানো হচ্ছে বিশল্যকরণী গাছ, অ্যালোভেরা, আমলকি, নিম, প্রভৃতি। ছাত্র-ছাত্রীদেরকে তিনি ১০০টি চাঁপা গাছের চারা উপহার দেন।আজকের অনুষ্ঠানকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। অনুষ্ঠানের প্রথমে সচেতনতামূলক র্যালি, ছাত্র-ছাত্রীদের কুইজ, বৃক্ষরোপণ, অ্যারোমা টেস্ট। অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেশনাল অফিসার বিশ্বরূপ দাস, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন গায়েন,দীপক জানা।দিঘা বিজ্ঞান কেন্দ্রের দ্বারা প্রতিবছর বিভিন্ন বিজ্ঞান সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ও স্থানীয় পথ চলতি মানুষদের প্রকৃতি সংরক্ষণের বার্তা দেওয়া হয়।
No comments