আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, নব কুসুম সংঘের উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন এবং রক্ত স্বেচ্ছা রক্তদান শিবির!পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প সংস্থার আর্থিক সহায়তায় আজকের এই দিবস উদযাপিত হয়। সুতাহাটা থানার অন্তর্গত বাহার…
আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, নব কুসুম সংঘের উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন এবং রক্ত স্বেচ্ছা রক্তদান শিবির!
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প সংস্থার আর্থিক সহায়তায় আজকের এই দিবস উদযাপিত হয়। সুতাহাটা থানার অন্তর্গত বাহারডাব নব কুসুম সংঘ সহ হোড়খালি অঞ্চল এলাকার ৩৭ টি ক্লাবের সহযোগিতায়। আজকের শিল্প সংস্থার হলদিয়া আইওসিএল হলদিয়া রিফাইনারি, হলদিয়া পেট্রো কেমিক্যাল , হলদিয়া এনার্জি লিমিটেড, লালবাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, পেট্রোকার্বন এন্ড কেমিক্যালস লিমিটেড, সম্মানীয় আধিকারিকবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাহারডাব নব কুসুম সংঘ প্রধান শিক্ষক কল্লো কুমার ঘোড়াই এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতি সভাপতি অশোক কুমার মিশ্র।
No comments