Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন ও স্বেচ্ছা রক্তদান শিবির!

বাহারডাব নব কুসুম সংঘে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন ও স্বেচ্ছা রক্তদান শিবির!
হেপাটাইটিস হল লিভারের প্রদাহ, যা প্রায়শই ভাইরাস সংক্রমণের কারণে হয়, তবে অন্যান্য কারণ যেমন অ্যালকোহল সেবন, নির্দিষ্ট ওষুধ এবং অটোইমিউন রোগের কারণেও হয…

 




বাহারডাব নব কুসুম সংঘে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন ও স্বেচ্ছা রক্তদান শিবির!


হেপাটাইটিস হল লিভারের প্রদাহ, যা প্রায়শই ভাইরাস সংক্রমণের কারণে হয়, তবে অন্যান্য কারণ যেমন অ্যালকোহল সেবন, নির্দিষ্ট ওষুধ এবং অটোইমিউন রোগের কারণেও হয়। ভাইরাস হেপাটাইটিসের প্রধান ধরণ হল হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই, প্রতিটির সংক্রমণের ধরণ এবং সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব ভিন্ন। হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, পরীক্ষা এবং চিকিৎসা প্রচার এবং রোগ মোকাবেলায় উন্নত জনস্বাস্থ্য নীতিমালার পক্ষে প্রচারের লক্ষ্যে প্রতি বছর বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। তেমনি আজ ২৮ শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবসে হলদিয়া শিল্প শহরের বিভিন্ন কোম্পানির কর্মকর্তাদের সাহায্যে বাহার ডাব নব কুসুম সংঘে পালিত হল রক্তদান শিবির এবং হেপাটাইটিস পরীক্ষা। রামকৃষ্ণ মিশন লোকো শিক্ষা পরিষদ এবং রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবং হোড়খালী গ্রাম পঞ্চায়েত এলাকাধীন ৩৭টি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পালিত হল বিশ্ব হেপাটাইটিস দিবস। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় এবং হলদিয়া, নব কুসুম সংঘ, বাহারডাব ও হোড়খালি গ্রাম পঞ্চায়েত এলাকায় নানান সমাজসেবামূলক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় হোড়খালি গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত নবকুসুম সংঘ, বাহারডাব প্রাঙ্গণে জাতীয় হেপাটাইটিস দিবস উদযাপন ও স্বেচ্ছা রক্তদান শিবির এবং প্রসূতি মায়েদের থ্যালাসেমিয়া সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন ডাঃ বিভাস রায়, সিএমওএইচ, পূর্ব মেদিনীপুর, শ সুপার, হলদিয়া এবং বন্দরনগরী হলদিয়ার প্রতিষ্ঠিত শিল্প সংস্থা (আইওসিএল হলদিয়া রিফাইনারি, হলদিয়া পেট্রোকেমিক্যাল, হলদিয়া এনার্জি লিমিটেড, লাল বাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, পেট্রো কারবন এন্ড কেমিক্যাল লিমিটেডের সম্মাননীয় আধিকারিকবৃন্দ গন। এছাড়া উপস্থিত ছিল সুতাহাটা পঞ্চায়েতের সভাপতি অশোক কুমার মিশ্র সহ হোড়খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আঞ্জুমা বিবি এছাড়াও বিভিন্ন আধিকারিকগণ । সকলের বক্তব্যে শুনা গেল হেপাটাইটিস নিয়ে বিভিন্ন ধরনের সর্তকতা মূলক বক্তব্য এবং রক্তদান নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা তাছাড়া বৃক্ষ দান কর্মসূচি এবং রক্তদাতাদের  সার্টিফিকেট প্রদান। নব কুসুম সংঘ বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আবদ্ধ থাকে। আগামী দিনে এর থেকে বড় কিছু এবং সমাজের ভালো করার জন্য আগামী দিনে এর থেকে বড় সামাজিক কর্মকাণ্ডে জড়িত হতে চায় তারা।

No comments