সাইবার প্রতারকরাই ফাঁদে, ৮০ হাজার টাকা ফেরাতে মহিলার কাছে কান্না!
সাইবার প্রতারণার ফাঁদে ফেলে এতদিন কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এবার উলট পুরানের গল্প সুতাহাটা থানা এলাকায়। গ্যাসের ভর্তুকি…
সাইবার প্রতারকরাই ফাঁদে, ৮০ হাজার টাকা ফেরাতে মহিলার কাছে কান্না!
সাইবার প্রতারণার ফাঁদে ফেলে এতদিন কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এবার উলট পুরানের গল্প সুতাহাটা থানা এলাকায়। গ্যাসের ভর্তুকির নাম করে এক মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলতে গিয়ে সাইবার প্রতারকরা নিজেরাই জড়িয়ে গিয়েছে ফাঁদে। অভিযোগ, গ্যাসের ভর্তুকির টাকা দেওয়ার নাম করে সাইবার প্রতারকরা কৌশলে মহিলার অ্যাকাউন্ট নম্বর হাতিয়েছিল। এরপর ওই অ্যাকাউন্ট নম্বরকে তাদের টাকা লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে গিয়েই প্রতারকরা পড়েছে বিপাকে। তাদের দাবি, মহিলার অ্যাকাউন্টে তাদের ভর্তুকির প্রায় ৮১ হাজার টাকা বাড়তি জমা হয়েছে। ওই প্রতারকরা শেষমেস ফোন করতেই বিষয়টি নজরে আসে ওই মহিলার। এরপরই ওই মহিলা পুলিস ও আদালতের দ্বারস্থ হয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, সুতাহাটার দেউলপোতার বাড়বসন্তপুরের বাসিন্দা শেফালি মাইতি গ্যাসের ভর্তুকির নামে সাইবার প্রতারণার ফাঁদে পড়েছেন বলে সাইবার ক্রাইম থানা সহ একাধিক জায়গায় অভিযোগ করেছেন। গত ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টা নাগাদ দু'টি অপরিচিত নম্বর থেকে ফোন করে তাঁর কাছে এইচপি গ্যাসের ভর্তুকির টাকা পাঠানোর নাম করে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়। শিবানীদেবীর দাবি, প্রথমে তিনি অপরিচিত নম্বর হওয়ায় বিশ্বাস করেননি। ওই সময় তাঁর বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন তথ্য দিতে থাকে প্রতারকরা। শেষে তাদের মোবাইল নম্বর তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করেন। বেশ কিছুদিন পর ওই মহিলাকে ফোন করে প্রতারকরা টাকা চাইতে শুরু করে। মহিলার অ্যাকাউন্টে তাদের ৮০ হাজার ৯৯০টাকা জমা রয়েছে। তারা ওই টাকা তুলে দেওয়ার জন্য রীতিমতো কাকুতিমিনতি শুরু করে। এঘটনায় হতভম্ব হয়ে যান ওই মহিলা। তিনি স্টেট ব্যাঙ্কের চৈতন্যপুর শাখায় যোগাযোগ করেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কথা শুনে চক্ষু চড়কগাছ শেফালীদেবীর। অভিযোগ, গ্যাসের ভর্তুকির নাম করে সাইবার প্রতারকরা তাঁর অ্যাকাউন্ট বেআইনিভাবে ব্যবহার করে বহু টাকা লেনদেন করেছে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে। পুলিস এঘটনায় তদন্ত শুরু করেছে।
No comments