এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫০ তম স্মরণ দিবস উদযাপন উপলক্ষে মেচেদায় স্কোয়াড ও পথসভা!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫০ তম স্মরণ দিবস উদযাপন উ…
এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫০ তম স্মরণ দিবস উদযাপন উপলক্ষে মেচেদায় স্কোয়াড ও পথসভা!
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫০ তম স্মরণ দিবস উদযাপন উপলক্ষে দলের মেচেদা লোকাল কমিটির উদ্যোগে আজ বিকালে পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদা বাজারে স্কোয়াড মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের মেচেদা লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস। মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড,পাঁচ মাথার মোড় হয়ে সমগ্র বাজার পরিক্রমা করে। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য স্বপন জানা।
সুব্রতবাবু তার বক্তব্যে শিবদাস ঘোষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ,পরবর্তী ক্ষেত্রে এসইউসিআই(কমিউনিস্ট) দল গঠন,পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে দলকে শক্তিশালী করা প্রভৃতি বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। উনি দলকে এলাকায় শক্তিশালী করার পাশাপাশি দলের নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
No comments