ভগবানপুরের বেহাল রাস্তা পুনঃনির্মাণের দাবিতে ডেপুটেশন
ভগবানপুর ১নং ব্লকের অন্তর্গত কলাবেড়িয়া (সাঁতরা পুকুর) হইতে গড়গ্রাম পর্যন্ত রাস্তাটি চলাচলের অযোগ্য। রাস্তাটি সাঁতরা পুকুর, বোলিয়া, পশ্চিম সরবেড়িয়া, পূর্ব সরবেড়িয়া, সুল…
ভগবানপুরের বেহাল রাস্তা পুনঃনির্মাণের দাবিতে ডেপুটেশন
ভগবানপুর ১নং ব্লকের অন্তর্গত কলাবেড়িয়া (সাঁতরা পুকুর) হইতে গড়গ্রাম পর্যন্ত রাস্তাটি চলাচলের অযোগ্য। রাস্তাটি সাঁতরা পুকুর, বোলিয়া, পশ্চিম সরবেড়িয়া, পূর্ব সরবেড়িয়া, সুলতানপুর, ভবানীচক ধান্যশ্রী, রসিকা চক গুড়গ্রাম এলাকার সংযোগ কারি রাস্তা। বহু মানুষ, ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগীদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। প্রশাসন বেহাল রাস্তাটি দীর্ঘদিন নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি। তার প্রতিবাদে ভগবানপুর ১নং বিডিও অফিসে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ডেপুটেশন দেন এলাকাবাসী। এলাকাবাসীদের গণস্বাক্ষরসহ আবেদনপত্র ভগবানপুর ১নং ব্লকের বিডিও মহাশয় গ্রহণ করেন। তিনি উক্ত রাস্তা পুনঃনির্মাণের দাবির যৌক্তিকতা স্বীকার করেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিউ মাইতি, ব্লক কংগ্রেসের সভাপতি স্বপন মহান্তি, কংগ্রেস নেতা মতিহার আলি খান প্রমুখ।
No comments