Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন ভাবে নতুন রূপে আপনার প্রিয় শহরে আত্মপ্রকাশ করবে অদ্রিজ শাড়ি!

নতুন ভাবে নতুন রূপে আপনার প্রিয় শহরে আত্মপ্রকাশ করবে অদ্রিজ শাড়ি!হ্যাঁ ঠিকই শুনছেন পুজো আসছে সকলেই কেনাকাটার জন্য নিজেকে নতুন ভাবে সেজে অপরূপা হয়ে উঠতে কে না চায়? সময়ের সাথে তাল মিলিয়ে নিত্য  নতুন ডিজাইনে পোশাক খোঁজার জন্য …

 



নতুন ভাবে নতুন রূপে আপনার প্রিয় শহরে আত্মপ্রকাশ করবে অদ্রিজ শাড়ি!

হ্যাঁ ঠিকই শুনছেন পুজো আসছে সকলেই কেনাকাটার জন্য নিজেকে নতুন ভাবে সেজে অপরূপা হয়ে উঠতে কে না চায়? সময়ের সাথে তাল মিলিয়ে নিত্য  নতুন ডিজাইনে পোশাক খোঁজার জন্য বেরিয়ে পড়েন কলিকাতা শহরে। এখনই আপনার হাতের কাছে আপনার প্রিয় সহ হলদিয়াতে অদ্রিজ শাড়ি শোরুম । হলদিয়া গিরিশ মোড় স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানার মূর্তি সামনে দ্বিতলে ছিল অদ্রিজ শাড়ি এখন একতল দ্বিতল সবটাই মিলিয়ে শাড়ি ও সালোয়ার কামিজ চুরিদার, লেহেঙ্গা, কুর্তি ভিন্ন ধরনের ডিজাইন ব্লাউজের সম্ভার নিয়ে উপস্থিত। অদৃশারী অন্যতম কর্ণধার রঞ্জন বেরা ও শোভনা বেরা বলেন মঞ্জুশ্রী ক্ষুদিরাম মোড় থেকে চৈতন্যপুর যেতে গিরিশ মোড় বাসস্ট্যান্ডের উল্টো দিকেই আমাদের শোরুম অদ্রিজ শাড়ি। কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু শোরুমে আসুন নিজের মনের মত শাড়ি সালোয়ার কামিজ চুরিদার নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা করে তুলতে আজি আসতে হবে অদ্রিজ শাড়ি শোরুমে। আগামী ১লা আগস্ট বিকাল পাঁচটায় আপনাদের প্রিয় শহর হলদিয়াতে অদ্রিজ শাড়ি শোরুম উদ্বোধনে। তবে কেনাকাটায় বিশেষ  ধামাকা অফার থাকছে ।

No comments