পশ্চিমবঙ্গ সমবায় ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটি প্রতিনিধি দল হলদিয়াতে!শিল্প শহর হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বার উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েত অবস্থিত বাড় উত্তর হিংলী কাষ্ঠ খালি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ। এই…
পশ্চিমবঙ্গ সমবায় ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটি প্রতিনিধি দল হলদিয়াতে!
শিল্প শহর হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বার উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েত অবস্থিত বাড় উত্তর হিংলী কাষ্ঠ খালি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ। এই সমিতি ১৯ ৭৯ সালে তৈরি হয়েছিল নয় জন সদস্যদের নিয়ে। বর্তমানে এলাকার কৃষিজীবী মানুষদের নিয়ে সেই সমিতিতে এখন সদস্য এই এলাকার মোট পরিবারের সংখ্যা ২৪৮৭ সমিতি এলাকাভুক্ত সদস্য সংখ্যা ১ হাজার ৩২৬ জন সমিতি এলাকা ভুক্ত মোট জনসংখ্যা ৯৬৫০ জন সমিতির বর্তমান মোট গ্রাহক সংখ্যা ৫৬০০ জন সমিতির উদ্যান থেকে আজ পর্যন্ত প্রায় ৪৬ বছর ধরে জনসাধারণকে পরিষেবা প্রদান করে আসছেন সমিতির প্রথমে গোডাউন হিসেবে সকলের কাছে পরিচিতি ছিল। বর্তমানে রাজ্য সরকার সাপের প্রকল্প গ্রাহক পরিষেবা কেন্দ্র সিএসপি শুরু হওয়ার পর থেকেই জনগণের কাছে সমবায় ব্যাংক হিসেবে পরিচিত পেয়েছে। মোবাইল আজ পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার সমবায় ও কেতা সুরক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির দশ জনের প্রতিনিধি দল এলেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন চেয়ারম্যান অজিত মাইতি বিমান ঘোষ বিশ্বনাথ দাস দেবপ্রসাদ বাগ মনোজ কুমার ওরাং মনোরঞ্জন বেপারী মৃত্যুঞ্জয় মূর্মু নরেন্দ্রনাথ চক্রবর্তী রবীন্দ্রনাথ মাইতি শীতল কপাট। বাড় উত্তর হিংলী কাষ্ঠ খালী সমবায় লিমিটেড উদ্যোগে দলের সকলকে বোর্ড অফ ডাইরেক্টর পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। প্রতিনিধি দলের চেয়ারম্যান অজিত মাইতি তিনি জানান এই সমবায় তাদের কাজ এলাকার মানুষকে নিয়ে চলা সবটাই পরিছন্নভাবে করছে আগামী দিনে এই সমবায় আরো এগিয়ে যাবে।
No comments