Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারি কনজিউমারস কোপারেটিভ ঘুরে দেখলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটি!

পশ্চিমবঙ্গ সমবায় ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটি হলদিয়া রিফাইনারি কনজিউমারস কোপারেটিভ ঘুরে দেখলেন আজ হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ কানসিমার্স কো-অপারেটিভ স্টোর্স লিমিটেড ১০ জনের প্রতিনিধি পুরো কনজিউমারস ঘুরে দেখলেন। অজ…

 


পশ্চিমবঙ্গ সমবায় ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটি হলদিয়া রিফাইনারি কনজিউমারস কোপারেটিভ ঘুরে দেখলেন

 আজ হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ কানসিমার্স কো-অপারেটিভ স্টোর্স লিমিটেড ১০ জনের প্রতিনিধি পুরো কনজিউমারস ঘুরে দেখলেন। অজিত মাইতি চেয়ারম্যান বিমান ঘোষ বিশ্বনাথ দাস দেবপ্রসাদ বাগ মনোজ কুমার ওরাং, মনোরঞ্জন বেপারী মৃত্যুঞ্জয় মূর্মু নরেন্দ্রনাথ চক্রবর্তী রবীন্দ্রনাথ  মাইতি, এবং শীতল কপাট, কনজিউমারস কোপারেটিভ ঘুরে দেখলেন তিনারা বলেন অন্যান্য দোকানের থেকে দামের পার্থক্য জিনিসে কোয়ালিটি সবটাই ঘুরে দেখলেন। এবং জানালেন আগামী দিনে হলদিয়া রিফাইনারি সকল সদস্যদের লক্ষ্য পূরণ করতে পারবে। চেয়ারম্যান সুমন চক্রবর্তী বলেন নতুন ভাবে সেজে উঠেছে আগামী দিনে কলিকাতার আদলে  হলদিয়াতে হলদিয়া রিফাইনারি একই ছাদের তলায় সব রকমের কেনাকাটা থেকে শুরু করে বিনোদন সবটাই আগামী দিনে সকল সদস্যদের উপহার হিসেবে তুলে দেবে। তিনি আরো বলেন এই সমিতি ১৯৭০ সালে তাঁর আত্মপ্রকাশ ঘটেছিল দেখতে দেখতে প্রায় ৫৫ বছর পদার্পণ ইতিমধ্যে এই কোপারেটিভ বর্তমানে ৭১ জন কর্মচারী রয়েছেন তার মধ্যে ৪৯ জন পুরুষ এবং 22 জন মহিলা। বর্তমান আর্থিক বর্ষে ১৪৪৭ জন সদস্য রয়েছেন। প্রতি বছর টান ওভার ধীরে ধীরে অগ্রগতি ঘটছে আর তার জন্য ধন্যবাদ জানালেন পরিচালক মন্ডলী এবং কর্মচারীবৃন্দের অক্লান্ত পরিশ্রমের জন্য এই টানোয়ার বৃদ্ধি। প্রতিবছর নির্দিষ্ট সময়ে অডিট করিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে কর আদান করে থাকেন। সমস্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং কোপারেটিভ কনজিউমার সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করলেন পরিচালক মন্ডলের সম্পাদক  জন্মেনজয় মান্না।

No comments