Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাড় বাজিতপুর যতীন্দ্র হাই স্কুলে পালিত হলো স্বয়ংসিদ্ধা কর্মসূচি!

বাড় বাজিতপুর যতীন্দ্র হাই স্কুলে পালিত হলো স্বয়ংসিদ্ধা কর্মসূচি!পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার মান রাজ্যের মধ্যে প্রথম। অবিভক্ত পূর্ব মেদিনীপুর জেলার জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাসাগর । সেই জেলাতে বাল্যবিবাহ প্রতিরোধ করতে রাজ্যে স্ব…

 



বাড় বাজিতপুর যতীন্দ্র হাই স্কুলে পালিত হলো স্বয়ংসিদ্ধা কর্মসূচি!

পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার মান রাজ্যের মধ্যে প্রথম। অবিভক্ত পূর্ব মেদিনীপুর জেলার জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাসাগর । সেই জেলাতে বাল্যবিবাহ প্রতিরোধ করতে রাজ্যে স্বয়ংসিদ্ধা কর্মসূচি গ্রহণ করেছেন পুলিশের উদ্যোগে । সেই কর্মসূচি বিভিন্ন স্কুল কলেজে প্রচার অভিযান করছে। রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় শিশুশ্রম এবং বাল্যবিবাহ অল্প বয়সে পেগনেন্সি আমাদের জেলায় বেড়েই চলছে। সেজন্য পুলিশের উদ্যোগে প্রতি নিয়ত এই প্রচার অভিযান চলছে। আজ হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভবানীপুর থানার বাড় বাজিতপুর যতীন্দ্র হাই স্কুল ভবানীপুর থানা উদ্যোগে পালিত হল স্বয়ংসিদ্ধা কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভবানীপুর থানার সাবইন্সপেক্টর শ্রী সুদীপ কুমার দাস, পূর্ব মেদিনীপুর ডি এম অফিসে DCPU ও সমাজ কর্মী শ্রীমতি সুমিতা দাস (সিংহ ), বিজ্ঞান কর্মী পার্থপ্রতিম চ্যাটার্জী, অন্যান্য NGO র কর্মকর্তারা, ছিলেন সাংবাদিক দুর্গাপদ মিশ্র, এছাড়াও ভবানীপুর থানার বিভিন্ন আধিকারিক বৃন্দ, এছাড়া স্কুলের অভিভাবক অভিভাবিকা ম্যানেজিং কমিটি , ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বৃন্দ। স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত তিনি বলেন আমরা প্রতিনিয়ত অভিভাবক এবং অভিভাবিকাদের মধ্যে আলোচনা করি যাতে কোন রকমে অল্প বয়সে কন্যা সন্তাদের বিয়ে না দেয় তবে তিনি সেই সকল অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রত্যেক ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো ভাবো পরে  বাবা-মা হিসেবে কর্তব্য পালন করুন তবেই এই বাল্যবিবাহ শিশু শ্রম অল্প বয়সে প্রেগন্যান্সি এগুলো বন্ধ হতে পারে। আজকের এই সভায় সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক সুভাষ মাইতি।


No comments