Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত ডাক্তার শিতাংশু দাসের স্মরণসভায় প্রকাশিত হলো স্মরণিকা

প্রয়াত ডাক্তার শিতাংশু দাসের স্মরণসভায় প্রকাশিত হলো স্মরণিকা কি বললেন প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ!পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া প্রয়াত স্বনামধন্য চিকিৎসক ডাক্তার সিতাংশু দাস প্রয়াত হয়েছেন গত কয়েক মাস আগেই । তারই স্ম…

 



প্রয়াত ডাক্তার শিতাংশু দাসের স্মরণসভায় প্রকাশিত হলো স্মরণিকা কি বললেন প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ!

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া প্রয়াত স্বনামধন্য চিকিৎসক ডাক্তার সিতাংশু দাস প্রয়াত হয়েছেন গত কয়েক মাস আগেই । তারই স্মৃতিচারণা এবং স্মরণ সংখ্যা প্রকাশিত হলো তিতীযু পত্রিকার উদ্যোগে এছাড়াও বিশিষ্ট সমাজসেবক রবীন্দ্রনাথ মিশ্র মহোদয় কে উদ্যোগে সম্মাননা প্রদান এবং কবিতা পাঠের আসর হয় শিল্পশহর হলদিয়া মিলন সংঘ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এছাড়া শিল্পশহরের কবি সাহিত্যিক প্রাবন্ধিক গল্পকার। আজকের এই স্মরণ সভায় বিভিন্ন চিকিৎসক বিভিন্ন মত প্রকাশ করেন। পরানচক স্কুলের প্রধান শিক্ষক কবি সাহিত্যিক প্রাণনাথ শেঠ বলেন বর্তমান সময়ে চিকিৎসকদের প্রয়াত ডাক্তার সিতাংশু দাসের পথ অবলম্বন করা দরকার। প্রকৃত রোগীর রোগের নির্ণয় করে ঔষধ যাতে দেওয়া হয় সেই দিকে লক্ষ্য রাখা। কিন্তু বর্তমানে চিকিৎসকরা গাদা গাদা ঔষধ লিখে দেন তাতে বিভ্রান্ত হয় বহু রোগী ও তাদের পরিবার সকলের কথা মাথায় রেখে রোগের রোগ নির্ণয় করে যথাযথ যাতে ঔষধ পায় তার আবেদন করলেন। তিতীযূ পত্রিকার সম্পাদক চন্দন দাস বলেন আগামী দিনে ডা শিতাংশু দাসকে নিয়ে বিশেষ একটি বইপ্রকাশ অনুষ্ঠিত হবে।

No comments