কবি সত্যেন্দ্রনাথ বেরার প্রকাশিত হলো কবিতার সংকলন!পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার আমেদাবাদ গ্রামে ১৯৫৭ সালের ২৬ শে অক্টোবর বাবা ধীরেন্দ্রনাথ বেরা এবং মা ব্রহ্মময়ী দেবী কোলে আলোকিত করেছিলেন কবি সত্যেন্দ্রনাথ বেরা।কবির প্রত…
কবি সত্যেন্দ্রনাথ বেরার প্রকাশিত হলো কবিতার সংকলন!
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার আমেদাবাদ গ্রামে ১৯৫৭ সালের ২৬ শে অক্টোবর বাবা ধীরেন্দ্রনাথ বেরা এবং মা ব্রহ্মময়ী দেবী কোলে আলোকিত করেছিলেন কবি সত্যেন্দ্রনাথ বেরা।
কবির প্রত্যেকটা কবিতা মানবপ্রেম তথা ভালোবাসা গভীর বাণী ভাবে বাণীরূপ লাভ করে। তিনি আদ্যন্ত মানব প্রেমের কবি হিসেবেই তিনি পরিচিত। তিনি দেখতে দেখতে প্রায় ৯টি বই আর প্রকাশ করেছেন। আজ ১৩ই জুলাই শিল্পশহর হলদিয়া এক বিশেষ অনুষ্ঠানে অনন্তের পায়ে তারার নূপুর কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় । উপস্থিত ছিলেন বহু কবি সাহিত্যিক প্রাবন্ধিক গল্পকার প্রমূখ।
No comments