Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিউ কাঁসাইয়ের জলস্তর বৃদ্ধি প্রসঙ্গে!

নিউ কাঁসাইয়ের জলস্তর বৃদ্ধি প্রসঙ্গে
আজ বিকালে পাঁশকুড়ার নিউ কাঁসাই নদীর জলস্তর যা এক্সট্রিম ডেঞ্জার লেভেল (অর্থাৎ চরম বিপদ সীমা) অতিক্রম করেছে। পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙ্গন প্রতিরোধ কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,বা…

 



নিউ কাঁসাইয়ের জলস্তর বৃদ্ধি প্রসঙ্গে


আজ বিকালে পাঁশকুড়ার নিউ কাঁসাই নদীর জলস্তর যা এক্সট্রিম ডেঞ্জার লেভেল (অর্থাৎ চরম বিপদ সীমা) অতিক্রম করেছে। পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙ্গন প্রতিরোধ কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,বাঁকুড়ার মুকুটমনিপুরে কংসাবতী ব্যারেজ তৈরি হওয়ার পর থেকে আর সংস্কার না হওয়ায় ব্যারেজ মজে গিয়েছে। ফলস্বরূপ জলাধারের জলধারণ ক্ষমতা অনেক কমে গিয়েছে। একদিকে অত্যধিক বৃষ্টি,অন্যদিকে ব্যারেজ থেকে বিশাল পরিমাণ জল ছাড়ার ফলে বর্তমানে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাশাপাশি কংসাবতী নদীতেও বালি জমে থাকার কারণে নদীরও জলবহন করার ক্ষমতা তলানিতে পৌঁছেছে। গত বছর কংসাবতী নদীবাঁধ পাঁশকুড়া এলাকায় চার জায়গায় ভেঙে বিধ্বংসী বন্যার পরও রাজ্য সেচ দপ্তর নদী সংস্কারে কোন উদ্যোগ নেয়নি বলে নারায়ণবাবুর অভিযোগ। গতকাল সেচমন্ত্রী পাঁশকুড়ার গড়পুরুষোত্তমপুরে এসে বার্তা দিয়েছেন এই পরিস্থিতিতে সবাইকে সরকারের পাশে থাকার জন্য। আমরা চাই,বর্ষার পরই রাজ্য সরকার ব্যারেজের জলধারণ ক্ষমতা ও নদীর জল বহন ক্ষমতা বাড়ানোর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।

No comments