বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির!রক্ত চাহিদা মেটাতে রক্তদান শিবির। রাজ্যে হাসপাতালে রক্তের টান পড়েছে বিশেষ করে থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির এবং অন্ধত্ব দূরীকরণ করতে গেলে কর্নিয়া পরীক্ষা এবং ছানি ক…
বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির!
রক্ত চাহিদা মেটাতে রক্তদান শিবির। রাজ্যে হাসপাতালে রক্তের টান পড়েছে বিশেষ করে থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির এবং অন্ধত্ব দূরীকরণ করতে গেলে কর্নিয়া পরীক্ষা এবং ছানি কাটানো বিনা পয়সায় শিবির অনুষ্ঠিত হলো ।
হলদিয়া পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ড বাড়ঘাসীপুর হাই স্কুলে সবার আসর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে প্রায় ৩২০ জন স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা । এই শিবির থেকে অত্যাধুনিক লেন্স দ্বারা ছানি অপারেশন হবে প্রায় ৯১ জন এবং ১০০ জন কে বিনা পয়সায় চশমা দেওয়া হলো।
এইশিবিরে যোগদান করেন এবং প্রায় ৫৫ জন যুবক-যুবতী স্বেচ্ছায় রক্ত দিলেন জানালেন হলদিয়া ভবানীপুর সবার আসর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সোশ্যাল সম্পাদক স্বপন কুমার মাইতি।
হলদিয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস আই পি পি এল, চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন সহযোগিতায় দীর্ঘ একুশ বছর ধরে এই ধরনের ক্যাম্প করার জন্য ভবানীপুর সবার আসর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার মাইতি, হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মদনমোহন ধাড়া স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী এলাকার শুভানুধ্যায়ীবৃন্দ। এবং ভবানীপুর সবার আসর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সকল সদস্য সদস্যবৃন্দ।
No comments