রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নন্দকুমার ব্লকের ৫ ম সম্মেলন!
জনপরিষেবায় কোনরকম ঢিলেমি নয়। সমস্যা বুঝে সমাধানে আন্তরিক হতে হবে । সকল আধিকারিক,কর্মচারীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে । শনিবার ১২ই জুলাই নন্দকুমার পঞ্চায়েত…
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নন্দকুমার ব্লকের ৫ ম সম্মেলন!
জনপরিষেবায় কোনরকম ঢিলেমি নয়। সমস্যা বুঝে সমাধানে আন্তরিক হতে হবে । সকল আধিকারিক,কর্মচারীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে । শনিবার ১২ই জুলাই নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিবেকানন্দ কমিউনিটি হলে আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নন্দকুমার ব্লকের পঞ্চম সম্মেলন মঞ্চে সরকারি কর্মচারীদের এমনই পরামর্শ দেওয়া হয়েছে ।
সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি, তথা রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য শ্যামল পট্টনায়ক জানিয়েছেন,"রাজ্য সরকারের উন্নয়ন ধারাকে ত্বরান্বিত করতে আমাদের সংগঠনের সকল সদস্য এককাট্টা । তবে সেই উন্নয়নের গতি স্তব্ধ করতে মরিয়া কেন্দ্রের বিজেপি সরকার । রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার । জাতপাতের রাজনীতি চালু করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে । এমন ঘৃণ্য রাজনীতির তীব্র প্রতিবাদ করছি আমরা ।" আজকে সাধারণ সভা থেকে নন্দকুমার পঞ্চায়েত সমিতি রাজ্য সরকারী ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মেহেবুব হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন সনজিৎ কুমার দাস, এবং কার্যকরী সভাপতি সুরজিৎ জানা নির্বাচিত হয়েছেন। মোট ২৩ জনের কমিটি নির্বাচিত হয়েছে। আজকের এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি শ্যামল পট্টনায়ক ছিলেন নন্দকুমার পঞ্চায়েত সমিতি সভাপতি শিবানীদে কুন্ডু , সভায় প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করলেন নন্দকুমার বিধায়ক সুকুমার দে, প্রমূখ। আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনে সরকারি কর্মচারীদের কি কি করণীয় তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন জেলা সভাপতি শ্যামল পট্টনায়ক।
No comments