Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের ব্লক সভাপতি আক্রান্ত খুনের হুমকি!

এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর দুষ্কৃতীদের হাতে তৃণমূলের ব্লক সভাপতি আক্রান্ত খুনের হুমকি কি বললেন - প্রদীপতৃণমূল করলে গুলি চালিয়ে খুন  করে দেব প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল নেতাকে এই হুমকির হুশিয়ারি ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছ…

 



এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর দুষ্কৃতীদের হাতে তৃণমূলের ব্লক সভাপতি আক্রান্ত খুনের হুমকি কি বললেন - প্রদীপ

তৃণমূল করলে গুলি চালিয়ে খুন  করে দেব প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল নেতাকে এই হুমকির হুশিয়ারি ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে সুতাহাটা হলদিয়াতে।

হলদিয়া তৃণমূল নেতাকে রাস্তায় দাঁড়িয়ে হুমকির হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ বাইকে চেপে এসে রাস্তা আটকে তৃণমূল নেতাকে হেলমেট পরা দুই দুষ্কৃতি হুমকি হুঁশিয়ারি দিয়ে বলে রাজনীতি না ছাড়লে তৃণমূল করলে খুন করে দেবো।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/ESjdyDASFIw

 হলদিয়ার চৈতন্যপুর শহরের ঘটনা নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন হলদিয়া সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সুতাহাটা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ পার্থ বটব্যাল। তার অভিযোগ গতরাতে বাড়ি ফেরার পথেই চৈতন্যপুরে তার রাস্তা আটকে তাকে তৃণমূল ছাড়তে হবে বলে হুমকি হুঁশিয়ারি দেয় দুষ্কৃতীরা। ভয় দেখানো এবং অস্রাব্য গালিগালাজ করে খুনের হুমকি দেয় অচেনা অপরিচিত দুই দুষ্কৃতি। এর আগেও কয়েকবার তাকে এই ধরনের হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলে তার অভিযোগ । জেলা পুলিশ এবং স্থানীয় হলদিয়া সুতাহাটা থানা অভিযোগ জানিয়েছেন তিনি। বিরোধী রাই দুষ্কৃতীদের লাগিয়ে এই ভয়ের রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ করছেন পার্থ বটব্যাল। যদিও বিরোধী বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন  এসব হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই।

No comments