শংকরপুর প্রাথমিক বিদ্যালয় পালিত হল অরণ্য সপ্তাহ!
শংকরপুর প্রাথমিক বিদ্যালয় এ এনএস এস ইউনিট lV এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান শোভাযাত্রা,আলোচনাসভা,বৃক্ষ রোপন,বৃক্ষ প্রদান এর মাধ্যমেঅরণ্য সপ্তাহ উদযাপন …
শংকরপুর প্রাথমিক বিদ্যালয় পালিত হল অরণ্য সপ্তাহ!
শংকরপুর প্রাথমিক বিদ্যালয় এ এনএস এস ইউনিট lV এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান শোভাযাত্রা,আলোচনাসভা,বৃক্ষ রোপন,বৃক্ষ প্রদান এর মাধ্যমেঅরণ্য সপ্তাহ উদযাপন
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর যৌথ উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ উদযাপন করা হল ১৯ শ জুলাই শংকরপুর প্রাথমিক বিদ্যালয়ে।প্রথমে প্রাথমিক বিদ্যালয় এর ছাত্রছাত্রীরা নাচ,যোগা,আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে।এরপর অরণ্য সপ্তাহের প্রাসঙ্গিকতা তুলে ধরেন কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র সাহু সহ পরিবেশবিদ্যা বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক আরিফ মহম্মদ,উদ্ভিদবিদ্যা বিভাগ এর অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অতনু সামন্ত ।এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপিকা পূজা দত্ত,কম্পিউটার সায়েন্স বিভাগ এর অধ্যাপক আশাদুল হক ,প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক প্রতীক মাইতি,পঞ্চায়েত সদস্যা টুম্পা পণ্ডিত সহ অন্যান্যরা।এরপর অতিথিরা বিদ্যালয় এর ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেন।কলেজের ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ করেন।একটি শোভাযাত্রা বের করা হয়। বৃক্ষরোপণ এর মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক সৌমেন সামন্ত এবং কলেজের এনএস এস ইউনিট lV এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা ।
No comments