Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া এক্সাইড ব্যাটারি কারখানা শ্রমিকদের প্রতিনিধি নির্বাচনে জয়ী হল শ্রমিক ঐক্য!

হলদিয়া এক্সাইড ব্যাটারি কারখানা শ্রমিকদের প্রতিনিধি নির্বাচনে জয়ী হল শ্রমিক ঐক্য!হলদিয়া এক্সাইড ব্যাটারি কারখানার স্থায়ী শ্রমিকদের প্রতিনিধি নির্বাচনে ১৯ টি আসনে ১৫ টি তে জয় লাভ করল এক্সাইড শ্রমিক ঐক্য। এক্সাইড ইন্ডাস্ট্রি ক…

 


হলদিয়া এক্সাইড ব্যাটারি কারখানা শ্রমিকদের প্রতিনিধি নির্বাচনে জয়ী হল শ্রমিক ঐক্য!

হলদিয়া এক্সাইড ব্যাটারি কারখানার স্থায়ী শ্রমিকদের প্রতিনিধি নির্বাচনে ১৯ টি আসনে ১৫ টি তে জয় লাভ করল এক্সাইড শ্রমিক ঐক্য। এক্সাইড ইন্ডাস্ট্রি কারখানা স্থায়ী শ্রমিক দের প্রতিনিধি নির্বাচনে ১৮ই জুলাই সকাল থেকে শুরু হয় ভোট গ্রহন। 

কর্মখালি বিজ্ঞাপন:-



যত বেলা বাড়ে ততই উত্তেজনা দেখা যায়। পুলিশ প্রশাসন এবং কারখানায় গেটের সামনে ১৪৪ ধারা করা হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/kVfWA-Pr7Hc

 সূত্রে জানা যায়৪৮৬ জন মোট ভোটার। মোট পাঁচটি প্যানেল তার মধ্যে এক্সাইট  পথ প্রদর্শক, শ্রমিক মঞ্চ, এক্সাইড সংগ্রামী শ্রমিক সংগঠন, এক্সাইড শ্রমিক ঐক্য, এবং উন্নয়নশীল শ্রমিক ঐক্য মোট পাঁচটি শ্রমিক সংগঠন ১৯ টি আসনে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মোট ৪৮৪ জন ভোটদানে অংশগ্রহণ করেন। দুজন অনুপস্থিত ছিলেন। ১৯ টি আসনের মধ্যে দীর্ঘ প্রায় ৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।  জয়লাভ করল এক্সাইড শ্রমিক ঐক্য পাঁচটি শ্রমিক সংগঠন ১৯ টি আসনে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এক্সাইড শ্রমিক ঐক্য ১৫টি আসনে জয় লাভ করে। চারটি আসনে জয়লাভ করে এক্সাইড সংগ্রামী শ্রমিক সংগঠন। শুক্রবার১৮ ই জুলাই সকাল থেকে ভোট গ্রহন শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলে ভোট গণনা শনিবার ভোরে ভোট গণনা শেষ হয়। গননা শেষ হতেই নির্বাচনী ফলাফল জানা যায়। এই নির্বাচনে জয় লাভ করেছে এক্সাইড শ্রমিক ঐক্য।


হোন্ডা এক্সাইড ব্যাটারি কারখানা শ্রমিক প্রতিনিধি নির্বাচনে জয়ী এবং ভোটের ব্যবধান-:  অচিন্তকুমার কুন্ডু তিনি ভোট পেয়েছেন ২৪৬ টি বিমল কুমার গিরি ২০৯ হরে কৃষ্ণ দাস ১৫২ কার্তিক চন্দ্র সাহু ২৩১ মদনমোহন জানা ২২৫ প্রফুল্ল কুমার প্রধান ১৬২ রবীন্দ্র করন ১৭২ রবিশংকর জানা ১৭৬ রাজকুমার দাস ১৮৬ সুশান্ত মাইতি ২১৭ স্বপন দিন্দা ১৯৫ তপন কুমার পাল ১৫৫ তপন কুমার শিঠ ২৮ 

এছাড়াও রির্জাভ মহিলাদের জন্য চারটি শিঠ

 জোৎস্না দাস ২৪৩ মামনি সিট ১৫১ মিনতি সাহু ১৫৯ রাধিকা সাহু ২০১ 

এসই এসটি জন্য রিজার্ভ দুটি শিখ

 শ্রীকান্ত শিঠ ১৬২ স্বপন গদাই ২২৩

No comments