কি কাণ্ড? পুলিশ হেফাজতে অপরাধীর বিষ পান ৪ পুলিশকর্মী সাসপেন্ড!দিন দিন বাড়ছে অপরাধের সংখ্যা। অপরাধী পুলিশ হেফাজতে থাকাকালীন বিষপান আর সেই ঘটনায় চার পুলিশ কর্মীকে সাসপেন্ড করলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।গত বুধবার রাতে মহিষাদল থা…
কি কাণ্ড? পুলিশ হেফাজতে অপরাধীর বিষ পান ৪ পুলিশকর্মী সাসপেন্ড!
দিন দিন বাড়ছে অপরাধের সংখ্যা। অপরাধী পুলিশ হেফাজতে থাকাকালীন বিষপান আর সেই ঘটনায় চার পুলিশ কর্মীকে সাসপেন্ড করলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
গত বুধবার রাতে মহিষাদল থানা মছলন্দপুর গ্রামে থেকে বধু হত্যার অভিযোগে গ্রেপ্তার হয় বছর ৩০ শেখ আমজাদ শা। মহিষাদল থানাতে এরপর পুলিশি হেফাজতে থাকাকালীন ওই ব্যক্তি বিষাক্ত তরল পান করে বলে অভিযোগ ওঠে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/yCvaUQxKi94
বৃহস্পতিবার সকালে ওই যুবককে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
কর্মখালি বিজ্ঞাপন:-
এরপর পুনরায় থানাতে নিয়ে আসা হলে প্রচন্ড বমি শুরু হয় ওই যুবকের। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশ হেফাজতে থাকাকালীন কিভাবে অভিযুক্ত বিষাক্ত তরল পান করল তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার তদন্তে স্বচ্ছতা রাখতে ৪ পুলিশ কর্মীকে সাসপেন্ড করলো জেলা পুলিশ।
বিশেষ সূত্রে জানা গেছে মামলায় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর অরুণাংশু বর, ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর দেশবন্ধু বাগ , হোমগার্ড শ্রীকান্ত জানা এবং কনস্টেবল মোহিত কুমার সিং কে সাসপেন্ড করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে।
No comments